#Quote

পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রান, নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান, এসো হে বৈশাখ এসো এসো । ____শুভ নববর্ষ____

Facebook
Twitter
More Quotes
পান্তা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ… নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো - শুভ নভবর্ষ
আমি শস্য-ক্ষেত্রের ফসল-দাহক কাল-বৈশাখী ঝড়!
আবার আসবে বৈশাখ মাস, চৈত্রের অবসানে। নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিবে প্রানে। মনের সকল গ্লানি ভুলে, জীবন নতুন ভাবে গড়বে, আবার নতুন স্বপ্ন দেখবে নববর্ষের টানে। শুভ নববর্ষ।
আকাশের সব নীল দিয়ে, প্রভাতের সব লাল দিয়ে, হৃদয়ের সব অনুভুতি দিয়ে, অরন্যের সব সবুজ দিয়ে, সমুদ্রের সব গভীরতা দিয়ে তোমাকে জানাই, শুভ নববর্ষ
নিশি অবশান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধূলিতলে জীর্ন জীবন করিলাম নত । বন্ধু হও শত্রু হও যেখানে যে রত খমা কর আজিকের মত পুরাতন বছর সাথে পুরাতন অপরাধ যত হর্দম হৈ হৈ, বৈ এল ঐ, কলার পাতায় ইলিশ পান্তা । ঈসান কোনে মেঘের বার্তা । - শুভ নববর্ষ
নতুন বছর এসেছে, নতুন আশা নিয়ে, পুরোনো বছরের বেদনা ভুলে, নতুন স্বপ্ন দেখি।
মনে আসুক বসন্ত, সুখ হোক অনন্ত, স্বপ্ন হোক জীবন্ত, আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত! শুভ নববর্ষ
পহেলা বৈশাখে আসে, সবার মুখে হাসি,নতুন ক্যালেন্ডারে, শুরু হয় নতুন আশা।ভালোবাসার ছোঁয়া, পাখির গান শুনে,একসাথে মিলে চল, ভালো সময় কাটাতে।
আজকে সব ভুলে, পছন্দের মিষ্টি খাও,রং-বেরঙের পোশাক পরে, নতুন বছরের সাথী হও।গান-বাজনায় মেতে ওঠো, দোলনার সুখে,একসাথে সবাই, প্রীতি-ভালোবাসায় পূর্ণ সুখে।
এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। - রবীন্দ্রনাথ ঠাকুর