#Quote

হৈ ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক- হে ভৈরব, হে রুদ্র বৈশাখ

Facebook
Twitter
More Quotes
সে পূর্ণ উদাত্ত ধ্বনি বেদগাথা সামমন্ত্রসম সরল গম্ভীর সমস্ত অন্তর হতে মুহূর্তে অখণ্ডমূর্তি ধরি হউক বাহির। নাহি তাহে দুঃখসুখ পুরাতন তাপ-পরিতাপ, কম্প লজ্জা ভয়– শুধু তাহা সদ্যঃস্নাত ঋজু শুভ্র মুক্ত জীবনের জয়ধ্বনিময়।
চৈত্রে দিয়া মাটি বৈশাখে কর পরিপাটি।- ক্ষণা
নব বর্ষের পুণ্য বাসরে কাল বৈশাখী আসে, হোক্‌ সে ভীষণ, ভয় ভূলে যাই অদ্ভুত উল্লাসে।
এসো এসো এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা।- রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকৃতির সে এক উদাসী বিষণ্ন চেহারা, সর্বাঙ্গে ধূসর পাণ্ডুরতার আবেশ শীতের সকালে লেপের আরাম ছেড়ে উঠতে চায় না মন আর চোখে যেন লেগে থাকে ঘুমের রেশ।
রুদ্রতপের সিদ্ধি এ কি ওই-যে তোমার বক্ষে দেখি, ওরই লাগি আসন পাতো হোমহুতাশন জ্বেলে॥ নিঠুর, তুমি তাকিয়েছিলে মৃত্যুক্ষুধার মতো তোমার রক্তনয়ন মেলে। - রবীন্দ্রনাথ ঠাকুর
হৃদয়ের ঘুমন্ত ভালোবাসা জাগরিত করে, এসো হে নবীন এসো হে প্রবীন একই মঞ্চ পরে। সব জড়তা আর দৈন্যতা ঝেড়ে ফেলে, প্রকৃত ভালোবাসার প্রশান্ত আগুনে জ্বলে। হিংসার অভিশপ্ত দাবানল নগ্ন পায়ে দলে; ফুলের ভালোবাসার ডালি দাও তুলে। মার্তৃভূমির বেদনাতুর লাল-সবুজের বুকে, দেশকে রাখব মোরা ভালোবাসায়, চোখে চোখে ধর্ম-বর্ণ দল-মত নির্বিশেষে, একই সাথে থাকি সবে পরম ভালোবেসে এসো ভুলে যাই স্বার্থপরতার যত ছলনা, এই হোক নববর্ষের নবচেতনার উন্মাদনা।
এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিঃশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি অশ্রু বাষ্প সুদূরে মিলাক
নতুন বছরে আসেন করি পন দেশকে ভালবাসবো জীবনমরন দিব ধোলাই যারা করে লুটপাট ভেংগে দিব ভন্ড নেতাদের হাট দুর্নীতিবাজদের পাছায় দিব লাথি তাদের মুখে থু থু দিব দিবা রাতি মুখে বলে দেশের কথা আসলে দেয় ধোকা আজকে দিন এসেছে এদের কে রোখা এরাই দেশের শত্রু এদের হবেই হার এরাই মীরজাফর আর নব্য রাজাকার।
এসো, এসো, এসো হে বৈশাখ। তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥ যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥ মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। শুভ নববর্ষ