#Quote

এসো এসো এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষের দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দুর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাক! মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি, আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ মায়ার কুজ্মটিজাল যাক দূরে যাক !

Facebook
Twitter
More Quotes
নীল আকাশের মেঘের ভেলায়, ঘাসের উপর শিশির কনায়, প্রজাপতির রঙ্গীন ডানায়, ফাল্গুনের ফুলের মেলায়, একটা কথা তোমাকে জানাতে চাই শুভ পয়লা বৈশাখ
চৈত্রে দিয়া মাটি বৈশাখে কর পরিপাটি।
পহেলা বৈশাখের মন ভরা শুভেচ্ছা ছন্দ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করি এই ছন্দ গুলো পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। সেইসাথে ছন্দ গুলো আত্মীয়স্বজনকে শুভেচ্ছা জানাতে কাজে লাগবে।
হে ভৈরব হে রুদ্র বৈশাখ ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল তপঃক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ - রবীন্দ্রনাথ ঠাকুর
চাব না পশ্চাতে মোরা, মানিব না বন্ধন ক্রন্দন, হেরিব না দিক– গনিব না দিন ক্ষণ, করিব না বিতর্ক বিচার উদ্দাম পথিক। মুহূর্তে করিব পান মৃত্যুর ফেনিল উন্মত্ততা উপকণ্ঠ ভরি– খিন্ন শীর্ণ জীবনের শত লক্ষ ধিক্কারলাঞ্ছনা উৎসর্জন করি।
ফিরে ফিরে বারবার সে এসেছে প্রতিটি বারে সেই সে নবীন পহেলা বৈশাখ, শুভকামনায় নববর্ষ রঙিন
এসো, এসো, এসো হে বৈশাখ। তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥ যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥ মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। শুভ নববর্ষ
ঈশানের পুঞ্জমেঘ অন্ধবেগে ধেয়ে চলে আসে বাধাবন্ধহারা গ্রামান্তরে বেণুকুঞ্জে নীলাঞ্জনছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘধারা। বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এল সমাপন, চৈত্র অবসান– গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান।
এসো ভুলে যাই স্বার্থপরতার যত ছলনা এই হোক নববর্ষের নবচেতনার উন্মাদনা। শুভ হোক বাংলা নববর্ষ।
হৃদয়ের ঘুমন্ত ভালোবাসা জাগরিত করে, এসো হে নবীন এসো হে প্রবীন একই মঞ্চ পরে। সব জড়তা আর দৈন্যতা ঝেড়ে ফেলে, প্রকৃত ভালোবাসার প্রশান্ত আগুনে জ্বলে। হিংসার অভিশপ্ত দাবানল নগ্ন পায়ে দলে; ফুলের ভালোবাসার ডালি দাও তুলে। মার্তৃভূমির বেদনাতুর লাল-সবুজের বুকে, দেশকে রাখব মোরা ভালোবাসায়, চোখে চোখে ধর্ম-বর্ণ দল-মত নির্বিশেষে, একই সাথে থাকি সবে পরম ভালোবেসে এসো ভুলে যাই স্বার্থপরতার যত ছলনা, এই হোক নববর্ষের নবচেতনার উন্মাদনা।