#Quote
More Quotes by Kazi Nazrul Islam
চপল বিদ্যুতে হেরি' সে চপলার ঝিলিক হানে কণ্ঠের মণিহার,নীল আঁচল হতে তৃষিত ধরার পথে ছুড়ে ফেলে মুঠি মুঠি বৃষ্টি শেফালিকা। - কাজী নজরুল ইসলাম
ভালবাসার কোন অর্থ বা পরিমাণ নেই।
আমার বুকের যে কাঁটা-ঘা তোমায় ব্যথা হানত্সে ই আঘাতই যাচবে আবার হয়ত হ’য়ে শ্রান–আসবে তখন পান’।হয়ত তখন আমার কোলে সোহাগ-লোভে প’ড়বে ঢ’লে,আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে,চরণ চুমে পূজবে-বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
নামাজ পড় রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই। - কাজী নজরুল ইসলাম
প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন। কাজী- নজরুল ইসলাম
ধর্ম আমাদের ইসলাম। কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য, যৌবন। আমরা সকল দেশের, সকল জাতির, সকল ধর্মের, সকল কালের।
মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।
“কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী; প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী।”
কেয়া পাতার তরী ভাসায় কমল -ঝিলে তরু-লতার শাখা সাজায় হরিৎ নীলে। ছিটিয়ে মেঠো জল খেলে সে অবিরল কাজলা দীঘির জলে ঢেউ তোলে আনমনে ভাসায় পদ্ম-পাতার থালিকা। - কাজী নজরুল ইসলাম
আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান