#Quote
More Quotes
আমরা সবাই পাপী। নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি।
শবে বরাত” – ক্ষমা ও মুক্তির রাত। আল্লাহর কাছে ক্ষমা চাই, নেক আমলের প্রতিজ্ঞা করি।
প্রতিটা মানুষের একটাই ভরসা,,আল্লাহ একদিন সব কিছুই ঠিক করে দিবেন, ইনশাআল্লাহ !
ম্যাচুয়েরিটি আসে পরিপূর্ণভাবে দ্বীন পালন করে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার মাধ্যমে।
মনে রাখবেন, কিছু হারিয়ে যায়নি, আল্লাহ সরিয়ে নিয়েছেন। কারণ এর চেয়ে উওম কিছু আছে বলে।
শবে বরাত মানেই আল্লাহর অনুগ্রহ, শবে বরাত মানেই রহমতের বারিধারা! আল্লাহ আমাদের পাপ মাফ করে দিন, আমাদের জীবনকে তাঁর রহমতে ভরিয়ে দিন!
শবে বরাতের পবিত্র রাতে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।
প্রত্যেক মায়ের সন্তান হোক আল্লাহওয়ালা, যাতে তাদের দ্বারা পথভ্রষ্টরা হেদায়েতের পথ খুঁজে পায় ।
إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল,পরম দয়ালু..!! (সূরা আল-বাকারা:১৭৩)
দিনশেষে শুধু একটাই প্রশ্ন – ‘আজ কতবার আল্লাহকে মনে করেছো?’