#Quote
More Quotes
আল্লাহর উপর ভরসা রেখে নিজের কাজ নিজে করে যান। আল্লাহই আপনার পথের সবকটা সরিয়ে দিবেন ইনশাআল্লাহ।
যে ব্যক্তি রুকু থেকে মাথা উঠিয়ে সামি আল্লাহ হুলিমান হামিদা বলার পর রাব্বানা লাকাল হামদ বলে । মহান আল্লাহপাক ৩০ জন ফেরেশতা দারা তার জন্য সওয়াব লেখার প্রতিযোগিতা করায় । - বুখারী শরীফ ৭৬৩
কোনো কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “যে বিয়ে করলো, সে তার ঈমানের অর্ধেক পূর্ণ করলো।” (তিরমিজি)। আলহামদুলিল্লাহ, আজ আমার ঈমানের অর্ধেক পূর্ণ হলো। প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের দ্বীন মজবুত করেন এবং জান্নাতে একসাথে পুনর্মিলিত করেন। আমীন।
সত্যবাদী ব্যক্তিরা আল্লাহর নৈকট্য লাভ করে।
রোজার উপহার, মহান আল্লাহ নিজের হাতে দিবেন ।
মহান আল্লাহ তায়ালা বলেনঃ- তুমি ওই দিনকে ভয় করো , যে দিন তোমার মুখে তালা লাগিয়ে দেয়া হবে আর তোমার হাত পা তোমার ক্রিত কর্মের সাক্ষী দিবে ।—সুরা ইয়াসিন (৬৫)
আল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক, ভালোবাসায় কাটুক প্রতিটি মুহূর্ত।
তাওবা করুন তাওবা এমন এক পাথেয় যা আল্লাহর কাছে আপনাকে আরও কাছাকাছি নিয়ে আসে।
আসিতেছে ১টি রাত, নাম তার শবে বরাত, তুলিবো আমরা দু‘হাত, করিবো আমরা মুনাজাত, আল্লাহ করবেন গুনাহ মাফ, তোমাদের রইল দাওয়াত, পালন করবে শবে বরাত I