#Quote

হাতে হাত কানের কাছে মুখটি এনে বলে এসো না কাছে ,দুজন ভিজি আজ বৃষ্টির জলে !

Facebook
Twitter
More Quotes
ছেলে হয়েছে মানে তাদের চোখের জল বলে কোনো কিছু নেই; যতই কষ্ট হোক তাদের চোখে জল আসা বারণ।
এক পশলা বৃষ্টির পরে সবসময়ই ভালো কিছু সবার জন্য অপেক্ষা করে।
এসো প্রিয় সাজাবো রানী, দেব খোঁপায় তারার ফুল কানেতে তোমার পরাবো গো প্রিয় স্বর্ণচাঁপা ফুল এর দুল।
চোখের জল বয়ে যায়, কিন্তু হৃদয়ের কথা থেকে যায়।
পাহাড় ও যেখানে ঝর্ণাকে লুকিয়ে রাখতে পারে না। আমি কিভাবে আমার অশ্রুজল লুকিয়ে রাখি
যখন নিজের প্রিয় মানুষের কথা বুকে তীরের মত এসে লাগে, ছেলেদের চোখে জল তখনই আসে।
একটি প্রহর যেন মনে হয় 100 টি বছর,,,,, যখন পাই না ওগো আমার ময়না পাখির খবর,
আঁচলে মেঘ নিয়ে বসে থাকা অজ্ঞাত আকাশ আমার ছাদের টব জল ভুলেছে বহুদিন তোমার স্নিগ্ধতা বুঝি পায়নি অবকাশ।
এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে সেই জলের ফোঁটা শুধু তোমার কথা বলে মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই।
পাহাড়ের মাঝে ঝরনার বসবাস , অগনিত তারার মাঝে চাঁদের বসবাস, মানুষের দেহের মাঝে আত্মার বসবাস ,আমার মনের মাঝে তোমার বসবাস