#Quote

ভাসাও আমারে অকূল সাগরে, নিয়ে চলো প্রিয় যতো দূরে। সেই মহাসিন্ধু দেখাও আমারে, যার শেষ নাই, - নাই তীর যে। - নির্মলেন্দু গুণ

Facebook
Twitter
More Quotes by Nirmalendu Goon
সবাই যে জাল ছিঁড়তে জানে সময় কি আর সে জাল টানে? আমিও সেই জাল টানি না। তোর প্রেমের ঐ সিংহাসনে, সবাই কি আর বসতে জানে?
তুমি চলে গেলে ভাবি, এলোমেলো হয়ে যাই । সাজিয়ে কবির মতো বোঝাতে পারি না, চলে গেলে কথা আসে, প্রেম আসে, বুদ্ধি আসে, হায়রে নিয়তি!
আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি!
হয় নিদ্রা আসুক,না হয় এক্ষুনি অবসান হোক এই অসহায় রাত্রির।
ভালোবাসা হারাবার জিনিস নয়। ভালোবাসা হচ্ছে পাত্র থেকে উড়ে যাওয়া কর্পুরের মতো, সে মিশে যায় হাওয়ার মধ্যে, শূন্যে, নীলকাশে। - নির্মলেন্দু গুণ
তোমার জন্যে কখনো, কখনো মৃত্যুর ঝুঁকি নিতে সাধ হয়।
আমি খুব লক্ষ্য করে দেখেছি তোমাকে, যখন ঘুমিয়ে পড়ো তুমি, তখন আমার দেহে প্রাণের আনন্দ বলে কিছুই থাকে না। শুধু অকারণ, অর্থহীন জ়ীবনে তুচ্ছতার গানি ছুটে এসে বেদনার বেশে জড়ায় আমাকে। তখন আমাকে আমি চিনতে পারি না। - নির্মলেন্দু গুণ
আমায় তুমি যতোই ঠেলো দূরে মহাকাশের নিয়ম কোথায় যাবে? আমি ফিরে আসবো ঘুরে ঘুরে গ্রহ হলে উপগ্রহে পাবে। - নির্মলেন্দু গুণ
ডাকিব না প্রিয়., কেবলি দেখিব।
রাত্রিভর স্বপ্ন দেখে ভোরসকালে ক্লান্ত। যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানতো! - নির্মলেন্দু গুণ