#Quote
More Quotes
আয় ছেলেরা, আয় মেয়েরা, নামাজ পড়তে যাই, রাস্তা ঘাটে বসে থেকে কোন লাভ নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয় মন, এসো আমরা নামাজ পড়ে ধন্য করি জীবন
আল্লাহ্ যেনো সবাইকে নামাজি বানিয়ে দেয় আমিন.!
ক্বিয়ামতের দিন ব্যবসায়ীরা মহা অপরাধী হিসাবে উত্থিত হবে । তবে যারা আল্লাহ্কে ভয় কর বে, নেকভাবে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে ব্যবসা করবে তারা ব্যতীত । — আল হাদিস (তিরমিযী ১২১০; ইবনু মাজাহ ২১৪৬)
নামাজ পড়ো, রোজা রাখ, কলমা পড় ভাই,তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই ।
দুনিয়ার অশান্তি থেকে প্রকৃত শান্তি দেয় নামাজ
মহানবী (সা.) তার ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে নজির রেখেছেন। মহানবী (সা.)-এর জীবনচরিত ও সিরাতের গ্রন্থগুলোতে এব্যাপারে প্রচুর আলোচনা রয়েছে।
জাহান্নামের ফুটন্ত পানিতে পরার চেয়ে–!! ভোর বেলায় ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়া উওম–!! –আলহামদুলিল্লাহ !
পরিতাপ সে সব পরিমাণকারীদের জন্য, যারা লোকের কাছ থেকে পরিমাণে পুরোপুরিই গ্রহণ করে। কিন্তু তাদেরকে দেয়ার বেলায় পরিমাণে কম দেয়।’ (সুরা মুতাফফিফীন ১-৩)
আল্লাহ আমাদের সবাইকে, পরবর্তী শুক্রবারের জুম্মার নামাজ আদায় করার তৌফিক দিন।
নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই