#Quote
More Quotes
মহান আল্লাহ তায়াল ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তায়ালা তোমাকে তার চেয়েও উত্তম কিছু অবশ্যই দান করবেন। হযরত মোহাম্মদ সঃ
আল্লাহ তাআলার সৃষ্ট জীবদের প্রতি ও আপন সন্তানদের প্রতি যার মমতা নাই, তার প্রতিও আল্লাহ তাআলার মমতা হবে না। - আল হাদিস
যা হারিয়েছো তা নয়, বরং আল্লাহকে পাওয়ার দিকে মন দাও।
তওবা করে নিজেকে পরিবর্তন করো, কারণ আল্লাহ তাদের ভালোবাসেন যারা নিজেদের সংশোধন করে।
হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল”.!! —– ♡” অর্থাৎ “♡ “আমার জন্য আমার আল্লাহ’ই যথেষ্ট”.!
আল্লাহ্ যেন আপনাকে দ্রুত সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, এবং শারীরিক ও মানসিক শান্তি এনে দেন।
আল্লাহ ততোক্ষণ বান্দাহর সাহায্য করেন, যতোক্ষণ সে তার ভাইকে সহযোগীতা করে। - সহীহ মুসলিম
আল্লাহর প্রতি ভয়: আল্লাহ স্বার্থপর মানুষদেরকে পছন্দ করেন না। তাই, আল্লাহর প্রতি ভয় পেলে আমরা স্বার্থপরতা থেকে বিরত থাকতে পারি।
মক্কার বাগানে ফুটিল এক ফুল নাম রাখিল তার মোহাম্মাদ রাসুল সুবাস ছড়িয়ে গেল সারা বিশ্বে আল্লাহ দিলেন তার মর্যাদা সবার শীর্ষে
মাগো তুমি কি জানো না, তোমার সন্তান তোমাকে ছাড়া এক মুহুর্তো থাকতে পারে না। কিভাবে পারলে মা আমাকে এভাবে একা ফেলে যেতে। আমাকে তোমার সাথে নিয়ে যেতে পারলে না। হে আল্লাহ আপনি আমার আম্মাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন।