#Quote
হায় রে মানুষের মন!
এ যে কিসে ভাঙ্গে, কিসে গড়ে,
তাহার কোনো হিসাবই পাওয়া যায় না।
অথচ এই মন লইয়া মানুষের অহংকারের অবধি নাই।
যাহাকে আয়ত্ত করা যায় না, যাহাকে চিনিতে পর্যন্ত পারা যায় না,
কেমন করিয়া 'আমার 'বলিয়া তাহার মন যোগানো যায়!
কেমন করিয়াই বা তাহাকে লইয়া নিরুদ্বেগে ঘর করা চলে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Facebook
Twitter
More Quotes by Sarat Chandra Chattopadhyay
জগতের সমস্ত বস্তুই সাফাই সাক্ষীর হাত ধরে হাজির হতে পারে না বলেই মিথ্যা বলে ত্যাগ করতে হলে অনেক ভালো জিনিস হতে বঞ্চিত হয়ে থাকতে হয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
হৃদয়ের কোমলতা ও দূর্বলতা এক বস্তু নয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যে বস্তুরই হোক, শেষ পর্যন্ত ভেবে দেখা মানুষের সাধ্য নাই। যিনি যতবড় বিচক্ষণ পন্ডিতই হোন না কেন, শেষ ফলটুকু ঈশ্বরের হাত থেকেই নিতে হয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সেচ্ছেয়া নেয়া দুঃখ ঐশ্বযর্য়ের মতই ভোগ করা যায়। - শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
অনুকরণে মুক্তি আসে না, মুক্তি আসে জ্ঞানে। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যে গোপনে আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছুই সে জানিতে পারিল না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মেয়েরা পুরুষের হৃদয় এক নিমিষেই চিনে নিতে পারে, এটি বিধাতার দেয়া শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার ওরা নিজেদের হৃদয় নিজেরা চিনতে পারে না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মহত্ত জিনিসটা কোথাও ঝাঁকে ঝাঁকে থাকে না। তাকে সন্ধান করে খুঁজে নিতে হয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
যে আহবানে এই স্তব্ধ -নিবিড় নিশিথে এই বাড়ির সমস্ত কঠিন শাষনপাশ তুচ্ছ করিয়া দিয়া, একাকী বাহির হইয়া আসিয়াছি, সে যে কতো বড় আকর্ষণ, তাহা তখন বিচার করিয়া দেখিবার সাধ্য আমার ছিলো না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায
মানুষের শুভ ইচ্ছা যখন বুক থেকে সত্য হয়ে বার হয়, তখন সে চেষ্টা ব্যর্থ হয় না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়