#Quote

আমি আমার ব্যাপারে আল্লাহর কাছে সমর্পণ করছি। নিশ্চয় বান্দারা আল্লাহর দৃষ্টিতে রয়েছে। (মুমিন আয়াত ৪৪)

Facebook
Twitter
More Quotes
নিশ্চয় এবাদতের জন্যে রাত্রিতে উঠা প্রবৃত্তি দমনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল।— সূরা আল মুজাম্মিল, আয়াত: ৬
তোমার বিশ্বাস পাহাড়কেও সরিয়ে ফেলতে পারে তবে তোমার সন্দেহ তোমার জন্য আরো একটি দাড় করিয়ে দিবে।— সংগৃহীত
আপনি আল্লাহর উপর ভরসা করুন। মূলত তত্ত্ববধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট। (আহযাব : আয়াত ৩)
তোমরা যদি প্রকৃতই মুমিন হয়ে থাক, তাহলে একমাত্র আল্লাহর উপরেই ভরসা কর। (মায়িদা : আয়াত ২৩)
আল্লাহর উপর ভরসা সম্পর্কে পবিত্র কুরআন শরীফে আল্লাহ বলেন : ‘আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, এবং তিনিই সর্বোত্তম কর্মকর্তা।’ (আলে-ইমরান আয়াত ১৭৩)
নিশ্চয়ই তাদের উপর শয়তানের কোনো শক্তি নেই যারা ঈমান আনে এবং স্বীয় প্রতিপালকের উপর ভরসা করে। (নহল : আয়াত ৯৯)
নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
যেমন একটি নদী নিজেকে সমুদ্রের কাছে সমর্পণ করে দেয়, তেমন আমার ভিতরে যা আছে তা তোমার ভিতরে চলে যায়।
(হে রাসূল) বলুন, আমার পক্ষে আল্লাহই যথেষ্ট। তাওয়াক্‌কুলকারীরা তাঁর উপরই নির্ভর করে। (যুমার আয়াত ৩৮)
সর্বদা নিজেই থাকুন, নিজের প্রতি আস্থা প্রকাশ করুন, বাইরে গিয়ে শুধু সফল ব্যক্তিত্বের সন্ধান করবেন না। – ব্রুস লি