#Quote
More Quotes
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো..!! (সূরা আন-নূর:৩১)
যতই দূরে থাকো, প্রার্থনায় থেকো পাশে।
সে ব্যক্তিই ঈমানের প্রকৃত স্বাদ পাইয়াছে যে আল্লাহ তায়ালাকে রব (প্রভু), ইসলামকে দীন (জীবন বিধান) এবং মুহাম্মদ (স)-কে রাসূল হিসাবে পাইয়া সন্তুষ্ট হইয়াছে। - আল হাদিস
রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন। – আল হাদিস
আজকের রাতে, আপনার প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করুন। তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন।
আল্লাহ তায়ালা বলেছেন তোমরা আত্মহত্যা করো না।নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর করুণাময়।—সুরা নিসা,আয়াত ২৯
ইদ হল অনেক ভুল সংশোধন ও অন্যকে ক্ষমা করে দেওয়ার সুযোগ, আল্লাহ আপনাকে জ্ঞান ও দয়া দান করুক।
আল্লাহই যথেষ্ট একজন অভিভাবক হিসেবে।
অপবাদ একধরনের জুলুম, আর আল্লাহ জালিমদের কখনো পছন্দ করেন না।
কন্যা সন্তানের হাসিতে আল্লাহর রহমতের ছোঁয়া আছে তাদের যত্ন নাও আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন!!