#Quote

চারিদিকে আজ ভীরুর মেলা, খেলবি কি আর নতুন খেলা? জোয়ার জলে ভাসিয়ে ভেলা বাইবি কি উজান? পাতাল ফেরে চলবি মাতাল সর্গে দিবি টান।” – কাজী নজরুল ইসলাম

Facebook
Twitter
More Quotes
আমি চির বিদ্রোহী, আমি নতজানু নই, কখনো হবো না।
শিউলি ফুলের গয়না হবে গন্ধে মাতাল করা সেই লোভে কাল ফুল কুড়াবে আজ আসেনি যারা
বসন্তের এই রঙিন বাতাসের রঙিন ছোঁয়ায় তোমার রেশমী চুলের তাল মাতাল হাওয়ায় যেন আমাকে পাগল করে দিল।
কেউ বলে ফাল্গুন কেউ বলে পলাশের মাস আমি বলি আমার সর্বনাশ, কেউ বলে দখিনা কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস।
হাওয়া তো পাগল হয় তাই মাতাল এই চোখ তোর দিকে তাকিয়ে আজীবন নির্বাক হোক।
শীতের শেষে প্রাণের বয়ে নিয়ে আসে ,প্রকৃতি সেজে ওঠে নতুন সাজেহৃদয়ে জাগে । এ ফাগুনের রূপে ,করি আমরা নিত্য অবগাহন ।
আবার গাঙ্গে আসবে জোয়ার দুলবে তরী রঙ্গে সেই তরীতে হয়তো কেহ ,,, থাকবে তোমার সঙ্গে
হঠাৎ একদিন পূর্ণিমার রাত্রে জীবনে যখন জোয়ার আসে, তখন যে একটা বৃহৎ প্রতিজ্ঞা করিয়া বসে জীবনের সুদীর্ঘ ভাটার সময় সে প্রতিজ্ঞা রক্ষা করিতে তাহার সমস্ত প্রাণে টান পড়ে।- রবীন্দ্রনাথ ঠাকুর
মুক্ত বিহঙ্গের বন্য শিশু তুমি, তোমার পোষ মানায় কে?– কাজী নজরুল ইসলাম
আমি ফণা তোলা কালবোশেখি, আমি খরার বুকে উন্মত্ত সাগর