#Quote

হলুদ বরন মেঘলা এ তার যৌবন উছলায় লাল ওরনার আড়াল দিয়া চক্ষু দুটি চায় খোপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায় বসন্তে এ বিহুর লগন উত্তাল হয়ি যায়-সংগৃহীত

Facebook
Twitter
More Quotes
বসন্তের শুভেচ্ছা সবাইকে। আজ পয়লা ফাল্গুন, সবার জীবনে নতুন সব কিছু বয়ে আনুক নতুন ফাল্গুন।
বসন্ত তার গান লিখে যায় ধূলির পরে কি আদরে তাই সে ধুলা ওঠে হেসে বারে বারে নবীন বেশে।
বসন্তের পাখির গান, ফাল্গুনে হৃদয়ে প্রেমের আস্বাদ।
দোলের রঙে মাতোয়ারাবসন্ত আজ পাগলপারা । বেণুবনে লাগে দোলা দখিনা বাতাসেপ্রজাপতি দলবেঁধে ওড়ে ঘাসে ঘাসে। বসন্ত আজ এসেছে দ্বারে নিজেকে উজাড় করে দিতে, রং লেগেছে প্রকৃতিতে, প্রাণ লেগেছে ক্ষেতে।
বসন্তের এই মধুক্ষনে তোমার হাত ধরে হাঁটতে চাই দুর অজানায়, এমন বসন্ত কি আসবে আমার জীবনে প্রিয় ।
ফিরে আসবে আবার বসন্ত হয়তোবা তুমি পাশে থাকবে না, কিন্তু বসন্ত ঠিকই ফিরে আসবে।
রঙিন ফুল তুমি, আমি মৌমাছি, তোমার গন্ধে মত্ত হয়ে ঘুরে বেড়াই সারা বসন্ত।
এ সকাল বেলায় কোকিল যেন আমায় মনে করিয়ে দিল আজ বসন্ত ফাল্গুন নিয়ে এসেছে।
এই মেঘলা দিনে মন আমার কেমন কেমন করে, আলতো ছোয়ায় গাছের পাতা অবাধ হারে ঝরে।
পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও। - শেখ সাদী