#Quote

নিদ্রার সম্মোহনে ফিরে গেলে তুমি খুলবে পোশাক স্নানঘরে জলের শব্দ হবে, ভেজা চুলে খেলবে এক বাতাশের দারুন কিশোরী।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।

Facebook
Twitter
More Quotes
দিচ্ছো ভীষন যন্ত্রনা বুঝতে কেন পাচ্ছ না ছাই মানুষ আমি, যন্ত্র না।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
কী ভয়ংকর এই একাকীত্ব! কী নির্মম এই বান্ধবহীনতা! কী বেদনাময় এই বিশ্বাসহীনতা!—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
মনে হয় একদিন কাক – জোস্নায় তুমিও দরােজা খুলে ফিরে আসবে।
তবু আমি আবার সেদিন বলব, প্রিয় আবার ফিরে আসো, চল আবার হাটি, চেনা পথ ধরে , অচেনা গন্তব্যে।
কথা কি শেষ হয়ে যায়- সব কথা?
মাঝে মাঝে ভুল হয়ে যায় । আগে হতোনা ভুলবশত অনেক ভুল হয় ইদানিং আমার ।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
কে থাকে এমন একলা থাকায় কে ডাকে অমন নিরব ডাকায়।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
তোমার শুন্যতা ঘিরে দীর্ঘশ্বাস , বেদনার ঘ্রাণ , তোমার নাথাকা জুড়ে জেগে থাকে সহস্র শ্মশান।
কিছুটা তো চাই- হোক ভুল হোক মিথ্যে প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই কিছুটা তো চাই, কিছুটা তো চাই।
প্রেম দুর্বোধ্য, নারী দুর্বোধ্য এবং তুমিও তোমার প্রেমের মতোই দুর্বোধ্য।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।