#Quote

নিদ্রার সম্মোহনে ফিরে গেলে তুমি খুলবে পোশাক স্নানঘরে জলের শব্দ হবে, ভেজা চুলে খেলবে এক বাতাশের দারুন কিশোরী।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।

Facebook
Twitter
More Quotes
রাত্রি বলবে নেই, নক্ষত্র বলবে নেই শহর বলবে নেই, সাগর বলবে নেই হৃদয় বলবে – আছে।
দুটি চোখ মনে আছে, আর কিছু নেই—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
আমাকে কোথায় যেতে হবেকোন দিকে।
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন – সুতো ধ ’রে ,আমি শুধু যাই দূরে।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
নিদ্রার বুকে মাথা রেখে জেগে আছি আজো অনিদ্রা মিশে গেছে বুকের রক্তে।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
যাকে কোনোদিন কেউ রাখেনি কোনো গৃহের আশ্রয়ে ভালোবেসে বুকে নিয়ে চিরকাল তাকেই বলেছি প্রেম প্রিয়তম তীর্থভূমি।
তোমার শুন্যতা ঘিরে দীর্ঘশ্বাস , বেদনার ঘ্রাণ , তোমার নাথাকা জুড়ে জেগে থাকে সহস্র শ্মশান।
মাঝে মাঝে ভুল হয়ে যায় । আগে হতোনা ভুলবশত অনেক ভুল হয় ইদানিং আমার ।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
না-পাওয়া ব্যথার আছে উদ্ধার, পাওয়ার বেদনা প্রতিকারহীন ।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
তোমাকে অনুবাদ করেছি স্বপ্নে। তোমাকে অনুবাদ করেছি তৃষ্ণায়। তোমাকে অনুবাদ করেছি উদাসিনতায়।