#Quote

বাড়াই তৃষ্ণার হাত ফিরে আসে শূন্যতাকে ছুঁয়ে।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।

Facebook
Twitter
More Quotes
তোমাকে ছুঁয়ে দেখার চেয়ে এক নজর দেখার ব্যাকুলতা অনেক বেশি..।
এক মুঠো বিকেল ছুটে গিয়ে, ছুয়ে দেই গোধূলি। আর তোমাকে ছুঁতে গিয়ে, বিষাদ ছুঁয়ে ফেলি।
যোগাযোগ বিচ্ছিন্ন্য হতে পারে,, সম্পর্ক বিচ্ছিন্ন্য হতে পারে,, তবুও ভালোবাসা থেকে যায়,, হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায়।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
জলে ছুঁয়ে যায় চোখে বারেবার তুমি না ফিরলে আমি হবো কার?
দিচ্ছো ভীষন যন্ত্রনা বুঝতে কেন পাচ্ছ না ছাই মানুষ আমি, যন্ত্র না।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন – সুতো ধ ’রে ,আমি শুধু যাই দূরে।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
কী ভয়ংকর এই একাকীত্ব! কী নির্মম এই বান্ধবহীনতা! কী বেদনাময় এই বিশ্বাসহীনতা!—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
প্রত্যেকের বুকের নিভৃতে কিছু দগ্ধ ক্ষত থাকে লুকানো , কিছু অসম্পূর্ণ নির্মান , ভাংগাচোরা গেরস্হালি ঘরদোর , প্রত্যেকের নিজস্ব কিছু নিদ্রাহীন রাত্রি থাকে যাকে চিরদিন নষ্ট নোখের মতো রেখে দিতে হয় কোমল অনিচ্ছার বাগানে যাকে শুধু লুকিয়ে রাখাতেই সুখ , নিজের নিভৃতে রেখে গোপনে পোড়াতেই একান্ত পাওয়া । —-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
ভালবাসার মানে এই নয় যে তাকে ছুঁয়ে দেখতে হবে ভালোবাসা মানে হল অনুভব করা। তাকে দূর থেকে অনুভব করতে হবে তাহলে ভালোবাসা সুন্দর।
একদিন দুজনে হাঁটবো আবার উড়বে তোমার চুল একদিন শূন্য বাতাস ছুয়ে যাবে কৃষ্ণচুড়ার ফুল।