#Quote

দৃষ্টির বৃষ্টি তুমি চলার পথে আমার চোখে দৃষ্টি কেন থামাও হঠাৎ রোদ দুপুরে আমার ভিতর বৃষ্টি কেন নামাও তোমার দৃষ্টি যখন বৃষ্টি হয়ে ভিজায় আমার মন তখন ইচ্ছে করে তোমার পাশে দাঁড়াই কিছুক্ষণ

Facebook
Twitter
More Quotes
শহর জুড়ে বৃষ্টি আজ ভিজতে ভালো লাগে । তোমার কথা মনে পড়ে রাগে অনুরাগ । একলা তুমি বসে আছো জানালা আছে খোলা । আমার সেই বন্ধু তুমি যায়না যারে ভোলা ।
আকাশ ভেঙে বৃষ্টি হয় নি, মেঘ করেছিলো তবে মনে পড়লে নাকি এরকম হয়, কি জানি হয়তো হবে।
শুধু তোমাকেই মনে পড়ে বৃষ্টির ছটায় রুদ্র উজ্জ্বল দিনে কোথায় তুমি মিলবে কেমনে।
যারা ইতিমধ্যে অশ্রু দ্বারা ভিজে গেছে, তাদের কাছে বৃষ্টিপাত হলো দুক্ষপাতের ন্যায়। - আগুয়েরো স্পান্ড
ঝুম বৃষ্টির পরে যদি কখনো রোদ আসে ঘরে ভেবে নিবো আলোলিকা তুমি এসেছ আমার প্রিয় শহরে শুধু তুমি এসেছো বলে সূর্যটা আবার মুখ ঢেকেছে কৃষ্ণ মেঘের আঁচলে
বৃষ্টির পর ধানক্ষেতে শরীর, মন ভরে ওঠে আনন্দে।
রামধনু রঙের চিঠি পাঠিয়েছি তোর ডাকবাক্সে নীলচে খামে, বৃষ্টি শেষে একমুঠো স্বপ্ন বাতাসে ছড়িয়ে দেবো তোরই নামে
নারীরা বৃষ্টির ফোঁটার মতো: কিছু প্রাসাদে পড়ে, অন্যরা ধানের ক্ষেতে। - ভিয়েতনামি প্রবাদ
বৃষ্টি তুমি আরো কিছুক্ষন থাকো না আমার পাশে; শরীর মন জুড়িয়ে নেই একটু এক নিঃশ্বাসে।
”মন ভাঙ্গলে চোখের কোনে আছড়ে পড়ে ঢেউ, বুকে কতটা কান্না চাপা থাকে, জানতে পারেনা কেউ।”