#Quote

শীতের শেষে প্রাণের জোয়ার বয়ে নিয়ে আসে বসন্ত, প্রকৃতি সেজে ওঠে নতুন সাজেহৃদয়ে জাগে শিহরণ । অপরূপা এ ফাগুনের রূপে , করি আমরা নিত্য অবগাহন ।

Facebook
Twitter
More Quotes
বিশ্ববাসীর হৃদয় দ্বারে বসন্ত আবির্ভাবের বার্তা নিয়ে আসে বসন্ত সখা কোকিল শীতের জড়তা কাটিয়ে বসন্ত আমাদের নিয়ে যায় এক অপরূপ জগতে, নতুন সাজে সেজে ওঠে আমাদের ধরণী মনে সঞ্চারিত হয় আনন্দ অনাবিল।
তোমার অশোকে কিংশুকে অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে,তোমার ঝাউয়ের দোলে র্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গানফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান|
যখনই আমি দেখি তোমার চোখে, মনে হয় এই প্রথম দেখছি তোমায় , সেই একই অনুভূতি একই শিহরণ এখনো জাগে প্রথম দিনটির মতো যেদিন দেখে ছিলাম তোমায় ।
ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে ।
শুধু আমলকীর ডালে ডালেই নয় শীতের হিমেল হাওয়ার পরশ আমাদের শরীরকেও ছুঁয়ে যায়, হৃদয়ে লাগে দোলা দেহে জাগে শিহরণ।
নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো বসন্তে সৌরভের শিখা জাগলো, আকাশের লাগে ধাঁদা রবির আলো ওই কি বাঁধা,বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো,সর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগলো।
শীতের শেষে প্রাণের বয়ে নিয়ে আসে ,প্রকৃতি সেজে ওঠে নতুন সাজেহৃদয়ে জাগে । এ ফাগুনের রূপে ,করি আমরা নিত্য অবগাহন ।
তুমি যখন আমার দিকে তাকিয়ে মুচকি হাসো, তখনই আমার সারা শরীরে শিহরণ জাগে।
বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা,বুকের পরে দোলে দোলে দোলে দোলে রে তার পরান পুতলা। আনন্দেরই ছবি দোলে দিগন্তেরই কোলে কোলে,গান দুলিছে দোলে দোলে গান দুলিছে নীল-আকাশের হৃদয়-উতলা।
আসিবে তুমি জানি প্রিয় আনন্দে বনে বসন্ত এলো ভুবন হল সরসা, প্রিয়-দরশা, মনোহর। বনানতে পবন অশান্ত হল তাই কোকিল কুহরে, ঝরে গিরি নির্ঝরিণী ঝর ঝর — কাজী নজরুল ইসলাম