#Quote

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে- বুঝবে সেদিন বুঝবে! ছবি আমার বুকে বেঁধে পাগল হ’লে কেঁদে কেঁদে ফিরবে মর” কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি’ যেদিন আমায় খুঁজবে- বুঝবে সেদিন বুঝবে!- কাজী নজরুল ইসলাম

Facebook
Twitter
More Quotes
আমাদের আর কি অর্জন বাকি আছে পৃথিবীতে ? তারচে বরং চলো, পালায়ে যাই তুমি—আমি... #প্রহরী
আমি তোমাকে প্রথম দেখার সময় থেকেই তোমার প্রেমে পড়ে গেছিলাম।
রাতের আকাশে তুমি আমার শুকতারা, মনকে করেছো তুমি চঞ্চল, আমি হই দিশেহারা ।
ওই তারা ভরা সাঁঝের আকাশে যখন আসবে তুমি চাঁদ উঠবে হেঁসে নিয়ে ফুলের সুভাষ বয়ে যাবে বাতাস মনে আসবে খুশি পদতলে থাকবে নরম ঘাস
আঁচলে মেঘ নিয়ে বসে থাকা অজ্ঞাত আকাশ আমার ছাদের টব জল ভুলেছে বহুদিন তোমার স্নিগ্ধতা বুঝি পায়নি অবকাশ।
তুমি আমার মন আকাশের একটি মাত্র চাঁদ তোমায় ছাড়া কষ্টে কাটে আমার প্রতি রাত।
জীবনের সুখের রহস্য হল- নীল আকাশের দিকে মাথা তুলে মাটিতে পা রাখা।
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি, বছরের পার তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার!
যদি বলো তোমায় ভালবাসি কত? আমি বলবো, ওই আকাশে তারা আছে যত!
ভাই যখন সঙ্গে থাকে তখন মনে হয় যেন বাতাসে উড়ছি আর সাগরে সাঁতরে বেড়াচ্ছি।