#Quote
More Quotes
তুমি জান্নাত চেয়েও না `বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়!
যে আমার ওপর মিথ্যা বলল, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়।
মানুষের পক্ষে আর যাই হোক না কেন কাউকে পুরোপুরি ভুলে থাকা সম্ভব না। হয়তো কয়েক মাস, কয়েক বছর বা কয়েক যুগ তারপর আবার হুট করে তাকে মনে পড়বেই।
জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য মানুষের সবথেকে বড় ঢাল হলো রোজা।
রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ - আল হাদিস
যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে।
ভাই, এভাবে হঠাৎ আমাদের ছেড়ে চলে গেলেন? কেন এত তাড়া ছিল? আপনার অনুপস্থিতিতে আমরা কেউই স্বাভাবিক নেই। মহান আল্লাহ যেন আপনার সব গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
তুমি জান্নাত চেয়ো না! বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো, যেন জান্নাত তোমাকে চায়।
আল্লাহর আদেশে রোজাদার ব্যাক্তিদের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়।
রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ তায়ালা এবং তার বান্দাদের মধ্যকার সম্পর্ক সবচেয়ে দৃঢ় হয়।— আল হাদিস