#Quote

রোজার মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়।— আল হাদিস

Facebook
Twitter
More Quotes
তোমার কষ্টগুলো তোমার জন্য জান্নাতের পথ সহজ করছে।
হে প্রশান্ত আত্মা! তুমি তোমার রবের কাছে ফিরে আস সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আর আমার জান্নাতে প্ৰবেশ কর।
যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে এবং সম্মান করে, সে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত।
বারো মাসে তেরো টা গার্লফ্রেন্ড চেন্জ্ঞ করা ছেলেটা ও স্ট্যাটাস দেয় ,তুমি হাতটা শুধু ধরো ,আমি হবো না আর কারো ,ভাইয়া ঐটা তোর হাত ,নাকি পাবলিক বাস|
জাহান্নামের ফুটন্ত পানিতে পরার চেয়ে–!! ভোর বেলায় ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়া উওম–!! –আলহামদুলিল্লাহ !
যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরী করে দিবেন; তবে সে মসজিদ যেন ঈমানদারদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে না হয়।
নবী (সাঃ) বলেছেন, যার অন্তরে সরিষার দানার সমান অহংকার থাকে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না - সহীহ মুসলিম ;৯১ ।
রমজান মাসে প্রতিদিনই আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং জান্নাতের দরজা খুলে দেন। -(সহিহ বুখারি, মুসলিম)
এই মাসে আসুন আমরা অন্যের প্রতি সহানুভূতিশীল হই এবং তাদের সাহায্যে এগিয়ে আসি।
প্রতিটি রোজাদার বান্দাকে আল্লাহ তায়ালা নিজ হাতে তাদের পুরস্কার তুলে দিবেন।— আল হাদিস