More Quotes
জীবনের সব থেকে সুন্দর দুআ: ‘হে আল্লাহ, আমাকে এমন একজন জীবনসঙ্গী দিন, যে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে।
আলহামদুলিল্লাহ, রমজানের পবিত্র মাসে রোজা রেখে প্রতিবছর এই সময় খুব আনন্দের মুহূর্ত
নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই। -কাজী নজরুল ইসলাম
রমজান হল ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত
এই মাসে আসুন আমরা সকলে মিলে ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হই।
তুমি জান্নাত চেওনা বরং তুমি দুনিয়াতে এমন কাজ কর যেন জান্নাত তোমাকে চায়। [হযরত আলী (রহঃ)]
রোজা রাখি, নেকি কামাই, জান্নাতের পথ বানাই!
বাবা আমার দুনিয়ায় জান্নাত।
যার চোখে ছিল স্বপ্নের দীপ্তি, আজ সে চিরনিদ্রায় শায়িত। হে রব, তার সকল গুনাহ মাফ করে তুমি তাকে জান্নাতের আলোয় ভরিয়ে দাও।
এসে গেল রোজা….হালকা করবো মোদের গোনাহের বোঝা… মোরা যদি করি অনেক পাপ চেয়ে নেব মাফ…. এসো বন্ধু নিয়ত করি, আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পড়ি