#Quote

হয়তো ফুটেনি ফুল রবীন্দ্রসঙ্গীতে যত আছে, হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে। আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা, দূরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক - নির্মলেন্দু গুণ

Facebook
Twitter
More Quotes
ফাগুনের রঙে রেঙেছো তুমি না বলা কথা আজ বলবো আমিঃ হৃদয়ের ডাক শুনবে কি তুমি? - সংগৃহীত
ভালোবেসে কাছে টেনে, জল দিলে আঁখি ভরে ! চলে গেছ দুঃক্ষ নাই, আজো তোমায় ভুলি নাই !
আঁখির কৃষ্ণ পত্র তোমার অভ্রে কাজল মেঘের যেন দ্বার ; নহে ছোট নহে ডাগর দৃষ্টি যেন সুখ গহবর ।
ওহে কি করিলে পাইবো তোমারে, রাখিবো আঁখিতে আঁখিতে!
ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে দিল তারে বনবীথি কোকিলের কলগীতি ভরি দিল বকুলের গন্ধে - রবীন্দ্রনাথ ঠাকুর
ভালোবাসি বাগানের ঝরে যাওয়া ফুল, ভালোবাসি মেঘলা নদীর কুল, ভালোবাসি উড়ন্ত এক ঝাঁক পাখি। আর ভালোবাসি তোমার ওই দুই নয়নের আঁখি।
গাইতে ব’সে কন্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, ব’লবে সবাই- সেই যে পথিক তার শেখানো গান না? আসবে ভেঙে কান্না! প’ড়বে মনে আমার সোহাগ, কন্ঠে তোমার কাঁদবে বেহাগ! প’ড়বে মনে অনেক ফাঁকি অশ্র-হারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে- বুঝবে সেদিন বুঝবে!- কাজী নজরুল ইসলাম
ভালবাসি বাগানের ঝরে যাব ফুল ভালবাসি মেঘলা নদীর কুল ভালবাসি উড়ন্ত ১ ঝাক পাখি আর ভালবাসি তোমার ওই দুই নয়নের আখি
কেমনে রাখি আঁখি বারি চাপিয়া প্রাতে কোকিল কাঁদে নীশিথে পাপিয়া
আঁখি মুঞ্জিয়া দেখ রূপ রে আঁখি মুঞ্জিয়া দেখ রূপ রে আরে দিলের চক্ষে চাহিয়া দেখ বন্ধুয়ার স্বরূপ রে-হুমায়ূন আহমেদ