#Quote

হয়তো ফুটেনি ফুল রবীন্দ্রসঙ্গীতে যত আছে, হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে। আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা, দূরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক - নির্মলেন্দু গুণ

Facebook
Twitter
More Quotes
কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে মেলে আঁখি সূর্য তপ্ত শিখাতে সঙ্গীত বাজে ওই পাখি কাকলিতে স্বরলিপি গেয়ে যায় যোগিয়া বিভাসে।
ফাগুনের আগমনীতে, প্রকৃতি নবজীবনে পূর্ণ হয়।
ও ফাগুন ঘুমায়ও না আর শীত এসে চলে গেল চুপি চুপি বলে গেল আর তো সময় নাই তব আঁখি মুদিবার।
আঁখির তারা দুটি যেন হুতম পেঁচা, ঐ চোখে দেখিতাম সদা রবির কিরণ পূর্ণতা সোহাগী প্রেমাকর্ষণ ।
কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি- দখিন দুয়ার গেছে খুলি? বাতাবী নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?- সুফিয়া কামাল
ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে দিল তারে বনবীথি কোকিলের কলগীতি ভরি দিল বকুলের গন্ধে - রবীন্দ্রনাথ ঠাকুর
নিজের জলেই টলমল করে আঁখি, তাই নিয়ে খুব বিব্রত হয়ে থাকি। চেষ্টা করেও রাখতে পারি না ধরে, ভয় হয় আহা এই বুঝি যায় পড়ে।
ভালোবেসে কাছে টেনে, জল দিলে আঁখি ভরে ! চলে গেছ দুঃক্ষ নাই, আজো তোমায় ভুলি নাই !
সারা রাত সপ্ন দেখে কত ছবি মন আকেঁ এমন সময় সপ্নের রাজা আমার বলে দিল টাটা মা এসে দিল ডাকি খুলতে হল দুটি আখিঁ জেগে দেখি নাই রাত তাই সকলকে জানাই শুভ সকাল।
আমার যাবার সময় হল দাও বিদায় মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়।।— কাজী নজরুল ইসলাম