More Quotes
সফলতা তাদের কাছেই আসে, যারা ঝড়ের মধ্যেও অপেক্ষা করতে জানে।
এসো হে নবীন,বাজিয়ে সুরের লহরী উল্লসিত নব বীণ,আজ সুর মিলিয়ে গাইব সবে জয়যাত্রার গান,আনন্দে আহ্লাদিত নব প্রাণ।—রুনা লায়লা।
ও মেঘ উড়ে যা , আমার প্রিয়তমার আকাশে স্নিগ্ধ বৃষ্টি হয়ে ঝড়ে পড় তার নরম দুটি আলতা পায়ে।
জীবনের কোন ঝড় ঝাপটা যেনো তোমাকে স্পর্শ করতে না পারে। সেই কামনা করি, শুভ জন্মদিন বাবা আমার।
এসো হে নবীন,নির্মল ভালোবাসায় হও রংধনুর রঙে রঙিন,শত বাধা-বিপত্তি পেছনে ফেলে,পায়ে পায়ে অগ্রসরমান হও ঢাকের তালে তালে।– রুনা লায়লা (বাংলা কবিতা.কম)
এসো নতুন করি বরণ,তোমাদের আগমনে ধন্য হোক এ ভুবন।–ডা.প্রদীপ কুমার রায় বাংলা কবিতা.কম
এসো আলোর মিছিলে হে নবীন, হে তরুন দল, ফুটন্ত টগ-বগে শিরা তোমার । এইতো সময় কিছু করার, ভাল কিছু জাতিকে দেবার । তবে কেন গুহাবাসির মত, নিজেকে লুকিয়েছ অন্ধকারে ? অন্ধকার জগতে নির্বাসিত হয়ে, মনকে ফেলেছ কলুসিত করে । – সংগ্রহিত
এসো নতুন তোমাদের করি বরণ , তোমাদের শুভ আগমনে ধন্য হোক এ ভূবন। - ডা. প্রদীপ কুমার রায়
কষ্ট হলো সমুদ্রের মতো এটা সর্বদাই প্রবাহিত হতে থাকে, কখনো এটা আসে শান্ত পানির মতো আবার কখনো সাইক্লোন এর মতো ঝড় নিয়ে — ভিকি সোয়েসন
বুকের ভিতর যে ঝড় বয়ে যাচ্ছে, তা কেউ অনুভব করতে পারে না।