More Quotes
কচি পাতার শিহরণে হৃদয়ে লেগেছে দোল বসন্তে তাই প্রকৃতিও আজ হয়েছে বিহ্বল ।
শিমুল , পলাশ , কৃষ্ণচূড়ায় আজ প্রকৃতি হয়েছে রক্তিম,কোকিল ও যে তাই গেয়ে ওঠে আজবসন্ত আজ শুধুই রঙিন।
ফাল্গুনে শুরু হয় গুনগুনানী, ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি-ফররুখ আহমেদ
কুকিলের ডাক: বসন্ত ঋতু কুকিলের ডাকের জন্যও বিখ্যাত। কুকিলের ডাক বসন্তের আগমনকে বোঝায়।
ফুল ফোটার মধ্য দিয়েই আসে ঋতুরাজ বসন্ত, প্রেমের পরশ লেগে যেমন জন্ম নেয় আনন্দ
দোলের রঙে মাতোয়ারাবসন্ত আজ ।বেণুবনে লাগে দোলা দখিনা বাতাসে দলবেঁধে ওড়ে ঘাসে ঘাসে । আজ এসেছে দ্বারে নিজেকে উজাড় করে দিতে,রং লেগেছে প্রকৃতিতে, প্রাণ লেগেছে ক্ষেতে।
পাতা ঝরা গাছগুলিতে জন্ম নেয় একটি দুটি করে পাতা ,আমগাছগুলো ভরে ওঠে আম্র মুকুলে ফুলের গন্ধ আকাশে ভেসে যায়,বসন্তের তাস মনে দোলা দিয়ে যায়।
আজ আসলো বসন্ত বাতাস, ফুল ফুটছে বনে, শীতের হাওয়া পালিয়ে বেড়ায় ফাল্গুন মোর মন বনে।
সূর্য-ঘড়ি সাত সকালে ফাগুন রাঙ্গা শাড়ি পড়ে দিন গোনে আজ কার? বাসন্তিরা সবুজ টিপে লাল সাদা আর হলুদ পাড়ে হাত ধরেছে তার - সংগৃহীত
বসন্ত জানে ভালোবাসার মানে তাই সে নিজেকে রিক্ত করে ভরিয়ে দিয়েছে এ বিশ্ব ভুবন।