More Quotes
পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে; পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে; পৃথিবীর সব প্রেম আমাদের দু-জনার মনে; আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে। - জীবনানন্দ দাশ
আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো, এক নক্ষত্রের নিচে তবু, একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি, পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।
এই মেঘলা দিনে মন আমার কেমন কেমন করে, আলতো ছোয়ায় গাছের পাতা অবাধ হারে ঝরে।
পূর্বের মেলানোর স্মৃতিগুলি আবার জাগছে আমার মনে, হলুদ ও লালের বিশ্বাস দিয়ে।
বসন্তের গান বসন্তের কবিতা সবই প্রেমের কথা বলে।
অধ্যাপক, দাঁত নেই—চোখে তার অক্ষম পিঁচুটি; বেতন হাজার টাকা মাসে—আর হাজার দেড়েক পাওয়া যায় মৃত সব কবিদের মাংস কৃমি খুঁটি; যদিও সে সব কবি ক্ষুধা প্রেম আগুনের সেঁক চেয়েছিলো—হাঙরের ঢেউয়ে খেয়েছিলো লুটোপুটি। - জীবনানন্দ দাশ
প্রেম করমু _!! _আগ্রহিরা হাহাহা+ wow রিয়েক্ট দেও_!!
আমার হাত ধর, আমার সারা জীবনও নাও। কারণ আমি তোমার প্রেমে পড়তে সাহায্য করতে পারি না। -এলভিস প্রিসলি
Facebook এ সবারই প্রেম হয়, আমার টার মনে হয় এখনো ওর আব্বু এখনো ফোন কিনে দেয় নাই!
প্রেম সাম্রাজ্যের রানী তুমি আমি হলাম রাজা কেউ থাকেনা এই সাম্রাজ্যে আমরা দুইজন একা