More Quotes
পুচ্ছ তোলা পাখির মতো কাশবনে এক কন্যে, তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোঁপার জন্যে
কোন এক শরতের বিকেলে কাশফুলের রোদ্দুরে একপ্রান্তে দাঁড়িয়ে; তোমার ছায়া খুঁজেছি!
শোন গো দখিন হাওয়া প্রেম করেছি আমি! লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি।
তুমি অবেলায় ফোটা কাশফুল! যেনো নিয়তির মতোই নির্ভুল! ‌‌যেনো কোনো আহত যোদ্ধার বুকে বেঁচে থাকা মেঘফুল!
কাশফুল কে ছুঁলে যেন স্বর্গীয় স্বাদ অনুভূত হয়। আর খুঁজে পাওয়া যায় আনন্দপুরীর ঠিকানা।
কাশফুল!কাশফুল !আজ তোমার ছুটি চল তাহলে আজ আমার সাথে বাড়ি ।
কিছু অভিমান বন্দী করেছি ছোট নীল খামে, সময় হলেই পাঠিয়ে দিবো তোর ডাক নামে।
কাশফুল চাই। এনে দিতে পারবে তুমি? না এনে দিলে তোমার সাথে আমার আড়ি।
কথা ছিলো শরতের বিকেলে কাশফুল হাতে নিয়ে সাদা মেঘের ভেলা দেখবো কিন্তু তুমি কথা রাখোনি।
নদীর দু’ধারে কাশফুল হয়ে ওঠে সাদা তোমায় দেখতে নেই কোনো বাধা।