More Quotes
চলো না এই শরৎতে…! হারিয়ে যাই ছন্নছাড়া ঐ কাশফুলের রাজ্যে।
''এই অবেলায় ''ফোঁটা কাশফুল'', নিয়তির মত নির্ভুল।
ভালোবাসা কাব্য শুনে কাশ ঝরেছে যেই_দেখি আমার শরত রানী কাশবনে আর নেই।
কাশফুলেরই গন্ধে আমি বিমোহিত রই! ও কাশফুল, এত সুভাষ পাচ্ছ তুমি কই ?
নদীকে অপরূপ সৌন্দর্য সৌন্দর্য মন্ডিত করতে কাশফুল যেন গহনা স্বরূপ হিসেবে আসে। গহনা যেমন মেয়ে মানুষের সৌন্দর্য ফুটিয়ে তোলে ঠিক তেমনি নদীর পাড়ের সৌন্দর্য ফুটিয়ে তোলে কাশফুল।
প্রিয় !কাশফুলের পরোতে পরোতে গাঁথা আছে তোমার ওই নাম।
কাশফুল কে ছুঁলে যেন স্বর্গীয় স্বাদ অনুভূত হয়। আর খুঁজে পাওয়া যায় আনন্দপুরীর ঠিকানা।
প্রিয়! কাশফুলের পরোতে পরোতে গাঁথা আছে তোমার ওই নাম।
আমি ক্ষুদ্র মানুষ! মহাকাশ ছোঁয়ার সাধ্য নেই, তবে কিঞ্চিত সফলতায় বাঁচতে চাই।
কাশফুলের শিরায় শিরায় লেখা আছে তোমার আর আমার প্রেম গাঁথা!