More Quotes
কাশফুলের এই সুবাসে আমি বিমোহিত হই_ ওহে কাশফুল! এত গন্ধ তুমি পাও কই?
কাশফুলেরই গন্ধে আমি বিমোহিত রই! ও কাশফুল, এত সুভাষ পাচ্ছ তুমি কই ?
কাশফুলকে কাছে ডেকে বলতে চাই খুব, আমি তোমার, তুমি মোর, পার করবো এই যুগ
কাশফুলের মায়ায় ভরিয়ে রেখো আমায়, তাহলে আর কোনোদিন ও ছেড়ে যাবো না ওগো তোমায়
তুমি অবেলায় ফোটা কাশফুল! যেনো নিয়তির মতোই নির্ভুল! ‌‌যেনো কোনো আহত যোদ্ধার বুকে বেঁচে থাকা মেঘফুল!
কাশফুলের মায়ায় ভরিয়ে রেখো আমায়, তাহলে আর কোনোদিন ও ছেড়ে যাবো না ওগো তোমায়।
কাশফুল কে সাক্ষী রেখে বলতে চাই খুব_ আমি তোমার, তুমি আমার হয়েই পার করব এই যুগ।
কাশফুল মানে শরতের একটি সুন্দর কাল ।
কাশফুলের মায়ায় ধরে রেখো আমায়_ আর কোনদিনও ছেড়ে যাবো না তোমায় ।
প্রিয়! কাশফুলের পরোতে পরোতে গাঁথা আছে তোমার ওই নাম।