#Quote
More Quotes
আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়। ইবনে সিনা
আল্লাহর উপর ভরসা করো, কারণ তিনি সবার চেয়ে উত্তম পরিকল্পনাকারী। (সূরা আলে-ইমরান: ৫৪)
إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ নিশ্চয়ই আল্লাহ তাঁর ওয়াদা ভঙ্গ করেন না..!! (সূরা আল-ইমরান:৯)
আল্লাহ তাআলা বলেন: “তোমরা সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখো, কারণ আল্লাহ সবার জন্য যথেষ্ট।
আমরা যা শিখছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোন প্রভাব ফেলতে না পারে আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে না পারে আমাদের বিশ্বাসকে আরো মজবুত করতে না পারে তাহলে এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্যে নিয়্যতে ভুল আছে- ড. আবু আমিনাহ বিলাল ফিলিপস
কখনোই বান্দাকে আল্লাহ বঞ্চিত করেন না। হয়তো আপনি যা চান, সেটায় আপনার কল্যাণ নেই, তাই আল্লাহ আপনাকে দেন নাই।
সমুদ্রের বুকে ভেসে বেড়ানো নৌকার মত, জীবনের নীড় খুঁজে বেড়ায় আমার এ অবুঝ মন।
একবার এক লোক রাস্তা দিয়ে হাঁটার সময়ে রাস্তার ওপর কষ্টদায়ক কাঁটা যুক্ত একটি ডাল পড়ে থাকতে দেখল। লোকটি কষ্টদায়ক বস্তুটি রাস্তা থেকে সরিয়ে ফেলল। আল্লাহ তাকে ধন্যবাদ দিলেন, এবং তার সব অপরাধ ক্ষমা করে দিলেন - বুখারী
ঈদ মোবারক! আল্লাহ আপনার পরিবারে সুখ ও শান্তি ছড়িয়ে দিন।
আল্লাহর দেওয়া সব চেয়ে বড় উপহার হল “মা