#Quote
More Quotes
যে পিতা-মাতা তাদের কন্যা সন্তানকে ভালোবাসে লালন-পালন করে এবং তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ দেন!!
যে পবিত্র থাকতে চাই আল্লাহ তাকে পবিত্র রাখেন। --- সহীহ বুখারী
শিষ্টাচার মেনে চললে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়।
কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়, একবার তার সন্তানের জন্য আরেকবার নিজের জন্য।
আল্লাহ তাআলা বলেন: “তোমরা সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখো, কারণ আল্লাহ সবার জন্য যথেষ্ট।
ধৈর্য রাখুন! সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ তায়ালা কোনদিন আপনাকে ঠকাবে না।
প্রিয়তম, প্রতিটা সময় আল্লাহর কাছে চাইতাম আমার মন মতো করে একটা মানুষ যেনো আমার ভাগ্যে জুটে স্বামী হিসাবে, আল্লাহ আমার চাওয়া পূর্ণ করে দিয়েছেন তুমার মতো একজন মানুষ আমার লাইফে স্বামী হিসাবে দিয়ে।
আল্লাহ তা’আলার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।আল হাদিস
একমাত্র সন্তানই পারে ভাঙা মনেও হাসি ফিরিয়ে দিতে।
وَتَوَكَّلْ عَلَى اللَّهِ وَكَفَى بِاللَّهِ وَكِيلًا আল্লাহর উপর ভরসা করো,তিনিই সর্বোত্তম রক্ষক..!! (সূরা আল-আহযাব:৩)