#Quote

অমিতব্যয়িতা আমার স্বভাব, ব্যক্তিগত জীবনে এবং স্বভাবতই কবিতাতেও। কবিতা কী? জানিনে। ছন্দ কাকে বলে – ভালো করে বুঝিনে। কাব্য বিচারের মানদন্ড কী? – আমি নিরুত্তর। আমি শুধু উড়নচণ্ডি প্রেমিকের মতো অবিবেচক, যুক্তিহীন এবং ব্যক্তিগত। আমার কাছে কবিতা তা-ই, আমি যা লিখি। অন্যের কাছে সেটা গল্প হলেও ক্ষতি নেই, এলজাব্রা হলেও না।

Facebook
Twitter
More Quotes by Nirmalendu Goon
ভালোবাসা হারাবার জিনিস নয়। ভালোবাসা হচ্ছে পাত্র থেকে উড়ে যাওয়া কর্পুরের মতো, সে মিশে যায় হাওয়ার মধ্যে, শূন্যে, নীলকাশে। - নির্মলেন্দু গুণ
ডাকিব না প্রিয়, কেবলি দেখিব। - নির্মলেন্দু গুণ
প্রাণে জ্বলে ওঠে গগনচুম্বী বাসনা ঢেউ, তোমাকে পাবে না পরান ভরিয়া আমি ছাড়া কেউ । - নির্মলেন্দু গুণ
এখন যখন হঠাৎ তোমাকে ভাবি সত্য সে-ও স্বপ্ন মনে হয়;বুঝি প্রেম যত তীব্র, যত সত্য হোক,সময়ের চেয়ে সত্য নয়।
ভালোবাসা, অর্থ ও পুরষ্কার আদায় করে নিতে হয়।
ভালোবাসা হারাবার জিনিস নয়। ভালোবাসা হচ্ছে পাত্র থেকে উড়ে যাওয়া কর্পুরের মতো, সে মিশে যায় হাওয়ার মধ্যে, শূন্যে, নীলকাশে।
কাগজের দুটো পৃষ্ঠার মতো প্রেম,কোনোদিন কেউ ছোঁবে না পরস্পর।চোখের কৃষ্ণ বৃত্ত ঘিরেছে সাদা,ভালোবাসা তবু আমার ভিতরে একা।
সবাই যে জাল ছিঁড়তে জানে সময় কি আর সে জাল টানে? আমিও সেই জাল টানি না। তোর প্রেমের ঐ সিংহাসনে, সবাই কি আর বসতে জানে। - নির্মলেন্দু গুণ
আমি আর কোনো নবযাত্রার আয়োজন করবো না। বাকি সময়টা আমি তোমার পাশেই দাঁড়িয়ে থাকতে চাই।
আমায় তুমি যতোই ঠেলো দূরে মহাকাশের নিয়ম কোথায় যাবে? আমি ফিরে আসবো ঘুরে ঘুরে গ্রহ হলে উপগ্রহে পাবে।