#Quote
More Quotes
আযান দিলে মসজিদে যাও। হয়তো আল্লাহ তোমাকে শেষ বারের মতো ডাকছে।
ঈদ মোবারক! আল্লাহ আমাদের সকলকে ভালোবাসা, শান্তি এবং সফলতা প্রদান করুন।
যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি এবং নিজের সন্তানের প্রতি স্নেহশীল নয়, আল্লাহও তার প্রতি স্নেহশীল নন। - আল হাদিস
আল্লাহ তোমার জন্য বরকতময় জীবন দান করুন এবং প্রতিটি পদক্ষেপে রহমত বর্ষণ করুন। শুভ জন্মদিন!
মিস ইউ বাবা,,, জানি তোমার সাথে এ জন্মে দেখা হবে না কখনো। বাট পরকালে আল্লাহর কাছে তোমাকেই সবার আগে চাইবো, কারণ বাবা কি জিনিস সেটা বুঝার আগেই আল্লাহ আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে গেছেন।
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে সাহায্য করেন এবং তার জন্য যথেষ্ট হন। -(সহীহ বুখারি)
গরিবের উপর অত্যাচার করলে একটা কথাই মনে রেখো আল্লাহর কাছে জবাব দিতে হবে।
আল্লাহ সেই ব্যক্তিকে সম্মানিত করে, যে নিজের সম্মান অক্ষুণ্ণ রাখে এবং অন্যের সম্মান বজায় রাখে।
সুখ নয় দুঃখে আমি খুশি। সুখটা তাকে দিও আল্লাহ যাদের আমি ভালোবাসি ।
পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।