#Quote
More Quotes by Kazi Nazrul Islam
হয়তো তোমার পাব দেখা যেখানে ঐ নত আকাশ চুমছে বনের সবুজ রেখা।
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছে চলে জাগিয়া কেদে ডাকি দেবতায় প্রিয়তম প্রিয়তম প্রিয়তম। - কাজী নজরুল ইসলাম
নামাজ পড় রোজা রাখ কলমা পড় ভাই তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই
গাইতে গিয়ে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না বলবে সবাই- সেই যে পথিক তার শোনানো গান না?-আসবে ভেঙ্গে কান্না,পড়বে মন আমার সোহাগ কন্ঠে তোমার কাদবে বেহাগ পড়বে মনে আমার ফাকি অশ্রুহারা কঠিন আখি ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। - কাজী নজরুল ইসলাম
সম্মুখে আমাদের পর্বত প্রমাণ বাধা, নিরাশার মরুভূমি, বিধি-নিষেধের দুস্তর পাথার; এই সব লংঘন করিয়া, অতিক্রম করিয়া যাইবার দুঃসাহসিকতা যাহাদের, তাহারা তরুণ।
মহা – বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ, ভূমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত।
ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখ ও জড়তার।
তোমার আত্মশক্তি যদি উদ্বুদ্ধ হয়ে উঠে তবে বিশ্বে এতো বড় দানব-শক্তি নেই যা তোমাকে পায়ের তলায় ফেলে রাখে।
"অগ্নিবীণার ঝংকারে ফোটা তুমি আগুনের ফুল, তোমারি গানের ফুল দিয়ে পূজা করি কবি নজরুল।।"
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ। - কাজী নজরুল ইসলাম