#Quote

More Quotes
যে কেউ আল্লাহর পথে হিজরত করে, মৃত্যুবরণ করলেও আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে। — সূরা আন-নিসা, ৪:১০০
সূরা আত-তাওবা, আয়াত ৫১: বলুন, আমরা আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষতি বা লাভ পাবো না যদি আল্লাহ চাই না।
আসুন আমরা এই মাসে সকল পাপাচার থেকে বিরত থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি।
আল্লাহ আমার উপর মেহরবান হোক, তুমি একটি মেহরবান আল্লাহ।
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বন্ধন হল বৈধ বিয়ের বন্ধন।
চরিত্র বদলাও কারণ এটা তোমার সৃষ্টি চেহারাটা বদলানো যাবে না কারণ এটা আল্লাহর সৃষ্টি।
এই রামাদান মাসে আল্লাহ আমাদের ওপর তাঁর রহমত বর্ষণ করুন। সবাইকে রামাদান মোবারক!
বান্দা যতবার বলে আল্লাহুম্মাগফিরলি। মহান আল্লাহ ততবার বলেন মাফ করে দিলাম।
যে ব্যক্তি দুই রাকাত নামাজ পড়িয়াছে আর উহাতে ভুল করে নাই, আল্লাহ তায়ালা তাহার ছগিরা গুনাহ মাফ করিয়া দিবেন, যাহা ইতিপূর্বে হইয়াছে। - আল হাদিস
পবিত্র শবে বরাতের রাত এমন একটি ফজিলত পূর্ণ রাত যে যত পাপী করা হোক না কেন আল্লাহ তাআলার কাছে সেই ভুল স্বীকার করে ক্ষমা চাইলে তিনি সব গুনা গুলো ক্ষমা করে দেন।