#Quote
More Quotes
শবে কদর বিশেষভাবে দোয়া কবুল হয়ে থাকে, তাই এড়াতে বেশি করে দোয়া করা চাই।
হে আল্লাহ, তুমি আমাদের পাপ ক্ষমা করো, আমাদের দুঃখ-কষ্ট দূর করো, এবং জান্নাতের পথে পরিচালিত করো। শবে কদরের ফজিলত আমাদের জীবনে বরকত বয়ে আনুক।
ক্রেতা ও বিক্রেতা ইচ্ছাধীন যতক্ষণ না তারা পৃথক হয়। যদি তারা সত্য বলে ও দোষ-গুণ বর্ণনা করে দেয়, তবে তাদের মধ্যে বরকত প্রদান করা হয়। আর যদি তারা গোপন রাখে ও মিথ্যা বলে তবে তাদের বরকত নষ্ট করে দেয়া হয়।
এই রাত দোয়া কবুলের রাত, এই রাত ক্ষমার রাত, এড়াতে রিজিক বৃদ্ধির রাত, এই রাত হায়াত দীর্ঘায়িত করার রাত, শুধু রাত্রি জেগে মহান রবের কাছে চাইতে হবে।
শবে কদর বিশেষভাবে দোয়া কবুল হয়ে থাকে, তাই এড়াতে বেশি করে দোয়া করা চাই।
রমজানের বরকত ছড়িয়ে দিক, সেহরির পূর্ণতায় মন ভরিয়ে দিক।
সন্ধ্যা নেমে এসে আসে বলেই পড়ন্ত বিকেলের শেষ রোদটুকু এত কদর
হালাল রিজিক জীবনে বরকত এনে দেয়।
যে ব্যক্তি দান করে এবং সৎ মনে দান করে, তার জন্য আল্লাহ দ্বিগুণ বরকত দেন। (সহীহ বুখারি)
বিবাহে বরকত চাইলে, বিবাহে ব্যয় কম করুন। বলেছেন হযরত মোহাম্মদ ( স.)