#Quote
More Quotes
বিদায় নয়, দেখা না হওয়া পর্যন্ত দোয়ায় থাকো। আল্লাহ তোমার পথ সুগম করুন।
বলার আগে শুনে নাও, প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা কর, সমালোচনার আগে ধৈর্য্য ধর, প্রার্থনার আগে ক্ষমা চাও, ছেড়ে দেয়ার আগে চেষ্টা কর।
শবে বরাত আশার রাত আল্লাহর রহমতের প্রতি আশাবাদী হোন।
মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ঐ ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম অর্থাৎ দোয়া করে না।—হযরত মুহাম্মদ (সাঃ)
আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ যেন তোমার সাথে আমার মিলন লিখে রাখে।
প্রেমে পরলে এই দোয়া পড়তে হয় I LOVE YOU.প্রেম ভাঙ্গিলে এই দোয়া পড়তে হয় I HATE YOU তারপর আজীবন কেঁদে কেঁদে এই দোয়া পরতে হয় “I MISS YOU
শবে বরাত হলো আত্মশুদ্ধির রাত। আসুন, আল্লাহর রহমতের আশায় বেশি বেশি ইবাদত করি, পাপ থেকে মুক্তির প্রার্থনা করি। শবে বরাত মোবারক!
ইফতারের সময় দোয়া কবুল হয়। ইফতারের সময় বেশি বেশি দোয়া করুন।
আকাশ থেকে রহমতের বৃষ্টি ঝরছে, আমাদের গুনাহ মাফের সুবর্ণ সুযোগ এসেছে! এই পবিত্র রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই, যেন আমাদের জীবন পবিত্রতায় ভরে ওঠে!
আপনার মুখে যেই দোয়াগুলো প্রতিদিন শুনতাম, আজ সেগুলো নিঃশব্দ। চাচার মৃত্যু যেন আমার জীবনের এক অপূরণীয় ক্ষতি।