#Quote

ও ফাগুন ঘুমায়ও না আর শীত এসে চলে গেল চুপি চুপি বলে গেল আর তো সময় নাই তব আঁখি মুদিবার।

Facebook
Twitter
More Quotes
নীরবতা ছুঁয়েছে এমন তবুও আজও ছুঁতে পারিনি এ আঁখি শূন্যতা মাঝে মাগো তোমায় ভালোবাসি
বসন্তের বড় সুবিধে, ছবিতে স্বপ্ন মারতে হয়না, অটো ফিল্টার পাওয়া যায়।
বসন্ত এলো রে। মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরীকানন ছাওল রে। শুন শুন সজনী হৃদয় প্রাণ মমহরখে আকুল ভেল, জর জর রিঝসে দুখ জ্বালা সবদূর দূর চলি গেল। মরমে বহই বসন্তসমীরণ
সারা রাত সপ্ন দেখে।কত ছবি মন আকেঁ। এমনসময় সপ্নের রাজা। আমার বলে দিল টাটা।মা এসে দিল ডাকি।খুলতে হল দুটি আখিঁ।জেগে দেখি নাই রাত। তাই বলি শুপ্রভাত
একটি অন্ধকার রাত্রির শতসহস্র আঁখি থাকে।
কাজল কালো আঁখি তোমার, চাঁদের মতো মুখ,না দেখলে বন্ধু তোমায় লাগে না যে সুখ,যেখানে আছো যেভা আছো,ভালো থেকো তুমিমন চাইলে খবর নিও কেমন আছি আমি।
এই বসন্তে গন্ধেরা উড়ে আসেমাটির কাছাকাছি,টগর পলাশ আর বেলির বনেঘুরে বেড়ায় পাখির কুহু ডাক।
কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি- দখিন দুয়ার গেছে খুলি? বাতাবী নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?- সুফিয়া কামাল
ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে ।
কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি দখিন দুয়ার গেছে খুলি? বাতাবী নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল? - সুফিয়া কামাল