#Quote

এত যদি ব্যূহ চক্র তীর তীরন্দাজ, তবে কেন শরীর দিয়েছ শুধু বর্মখানি ভুলে গেছ দিতে!

Facebook
Twitter
More Quotes by Shankha Ghosh
চুপ করো, শব্দহীন হও
মদ খেয়ে তো মাতাল হত সবাই কবিই শুধু নিজের জোরে মাতাল !
মাটিতে বসানো জালা, ঠান্ডা বুক ভরে আছে জলে এখনও বুঝিনি ভালো কাকে ঠিক ভালোবাসা বলে।
মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে ক্লান্ত আমার মুখোশ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে
স্রোতের ভিতরে ঘূর্ণি, ঘূর্ণির ভিতরে স্তব্ধ আয়ু লেখো আয়ু, লেখো আয়ু চুপ করো, শব্দহীন হও।
অবিশ্বাস মানেই অপ্রেম নয়। বরং অবিশ্বাস‌ই জন্ম দিতে পারে সবচেয়ে বড় ভালোবাসার।
শূন্যতাই জানো শুধু? শূন্যের ভিতরে এত ঢেউ আছে সেকথা জানো না?
দিন আর রাত্রির মাঝখানে পাখিওড়া ছায়া মাঝে মাঝে মনে পড়ে আমাদের শেষ দেখাশোনা।
দেখবার একটা যোগ্য আয়না পাওয়া যায় অন্যদের মধ্যে, আর তাই অন্যদের এত করে লক্ষ্য করতে হয়।
নতুন শব্দের সৃষ্টি নয়, শব্দের নতুন সৃষ্টিই কবির অভিপ্রায়।