#Quote

শীতের কোনো প্রাণোচ্ছল রূপমাধুরী নেই সে রিক্ত ধ্যানমগ্ন মহাতাপস

Facebook
Twitter
More Quotes
শুধু আমলকীর ডালে ডালেই নয় শীতের হিমেল হাওয়ার পরশ আমাদের শরীরকেও ছুঁয়ে যায়, হৃদয়ে লাগে দোলা দেহে জাগে শিহরণ।
শীতের সকালে শিশিরে পা রেখে চলার আছে এক রমণীয় অনুভূতি
প্রচন্ড শীতের কারণে..! প্রেমিকাকে খুঁজে পাচ্ছি না
শীতের রাতের এই নিস্তব্ধতা যেন বাজায় বিষাদের বাঁশি ।
আসবে তোমার শীতের রাতি, আসবে নাকো আর সে তোমার সুখে পড়তো বাধা থাকলে যে জন পার্শ্বে আসবে নাকো আর সে, পড়বে মন মোর বাহুতে মাথা থুয়ে যেদিন শুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি নিত বিছানায় কাটা হয়ে ফুটবে- বুঝবে সেদিন বুঝবে। - কাজী নজরুল ইসলাম
বেদনার পায়ে চুমু খেয়ে বলি এইতো জীবন, এইতো মাধুরী, এইতো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত! তুমি জানো নাই__আমি তো জানি। মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে, মাংশের ঘরে আগুন পুষেছে, যারা কোনোদিন আকাশ চায়নি নীলিমা চেয়েছে শুধু, করতলে তারা ধ’রে আছে আজ বিশ্বাসী হাতিয়ার। - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
শীতে বৃষ্টি হয় খুবই কম। যদি হয় বেশি তাহলে ফসলের জম।
শীত কালের বৃষ্টির মজাই আলাদা। তখন শীত কমে যায় অনেকটা।
শীতের সকালের শোভা অতি অনুপম, ভোরের আলো যখন স্পর্শ করে পৃথিবীতে ঘন কুয়াশার আবরণে গাছপালা অস্পষ্ট মনে হয়, গোটা পৃথিবীটা যেন এক রূপকথার মায়াপুরী; এক ধূসর স্বপ্নের বেশ, অপূর্ব তার রূপ মাধুরী অনিন্দ্য সুন্দর সেই পরিবেশ ।
কোন এক শীতের রাতে তোমার সাথে আমার হয়েছিল দেখা সেখানে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম