#Quote
More Quotes by Nirmalendu Goon
ভালো বেসে কিছু পাওয়া রেখে গেছো বলে আজো এত হারানোর ভয়, নিজের মুখের কাছে বারবার নত হয়ে আসি; ভাবি, এই মুখ এত সুখী, এত স্মৃতিময়!
আমি হাসি । উটের যেমন বালুতে মুখ তেমনি আমি অগ্নিদগ্ধ হাতের দুটি তালুতে মুখ ঢেকে রাখি । বলি, আগুন, জ্বলো সখা, জ্বলো, তোমার দহন আমি ভালোবাসি।
তোমার জন্যে কখনো কখনো মৃত্যুর ঝুঁকি নিতে সাধ হয়। - নির্মলেন্দু গুণ
যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা যুদ্ধ মানে আমার বিরুদ্ধে আপনার অবহেলা
এত যে আমি ওখানে যাই ওখানেই পাই কাছে ওইখানে তার পায়ের কিছু চিহ্ন পড়ে আছে।
ভাসাও আমারে অকূল সাগরে, নিয়ে চলো প্রিয় যতো দূরে। সেই মহাসিন্ধু দেখাও আমারে, যার শেষ নাই, - নাই তীর যে। - নির্মলেন্দু গুণ
হয়তো সহজ কাছে আসা, তাই কাছে আসি, হয়তো সহজ ভালোবাসা, তাই ভালোবাসি। - নির্মলেন্দু গুণ
আকাশের তারা ছিঁড়ে ফেলি আক্রোশে, বিরহের মুখে স্বপ্নকে করি জয়ী; পরশমথিত ফেলে আসা দিনগুলি ভুলে গেলে এতো দ্রুত,হে ছলনাময়ী?
যা পেতে ইচ্ছে করে, আমি তাকেই বলি সুন্দর। প্রত্যেকটি প্রাণেরই এক-একটা স্বতন্ত্র চেহারা থাকে। সুন্দরের কোনো নির্দিষ্ট চেহারা নেই, সে আপেক্ষিক।
আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি। প্রেম এসে যাযাবর কণ্ঠে চুমু খেলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো সুখ কিছু নেই।