#Quote
এভাবেই সম্পূর্ণ আড়ষ্ট হয়ে পড়ি ;
তোমাকে ছাড়াতে গেলে আরো ক্রমশ জড়িয়ে যাই আমি,
আমার কিছুই আর করার থাকে না।
তুমি এভাবেই বেঁধে ফেলো যদি দূরে যেতে চাই
যদি ডুবে যেতে চাই,,তুমি দুহাতে জাগাও,,
এমন সাধ্য কি আছে তোমার চোখের সামান্য আড়াল হই,দুই হাত দূরে যাই,যেখানেই যেতে চাই,সেখানেই বিছিয়ে রেখেছো ডালপালা,,
তোমাকে কি অতিক্রম করা কখনো সম্ভব!!
Facebook
Twitter
More Quotes by Mahadev Saha
আমি নিঃসঙ্গতা ভালোবাসি, কারণ সেখানে আমি নিজের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠি।
ভালোবাসা যদি কাঁটা হয়ে বুকে বিঁধে, তবুও সে কাঁটার নামই আমি ফুল রাখি।
জীবন থেকে কেউ হারিয়ে গেলে আমরা কাঁদি না শুধু, আমরা ধ্বংস হয়ে যাই একটু একটু করে।
ভালোবাসা কখনো দাবি করে না, ভালোবাসা শুধু নিঃশব্দে দিয়ে যায়, প্রতিদানে কিছু চায় না।
আমি যাকে ভালোবাসি, তার জন্য কোনো প্রমাণ চাই না, তার অস্তিত্বই আমার প্রাপ্তি।
তবু মানুষ বেঁচে থাকতে চায়, আমি বেঁচে থাকতে চাই আমি ভালোবাসতে চাই, পাগলের মতো ভালোবাসতে চাই - এই কি আমার অপরাধ !
যারা সত্যিকারের ভালোবাসে, তারা জেতার জন্য ভালোবাসে না, তারা হারিয়ে যাওয়ার মাঝেই আনন্দ খুঁজে নেয়।
আমার কবিতা যেন শুধু পঙক্তি না হয়, যেন সেটা কারো একাকীত্বে আশ্রয় হয়ে দাঁড়ায়।
কোথাও কাউকে ছাড়া আটকে থাকেনা কোন কিছু কেবল তোমাকে ছাড়া বরফের স্তূপে, সম্পূর্ণ আটকে যায় আমার জাহাজ - মহাদেব সাহা
তুমি আমাকে ঠকাতে পারো, আমার বিশ্বাসকে ভাঙতে পারো, কিন্তু আমার ভালোবাসাকে কখনোই পরাজিত করতে পারবে না।