More Quotes
لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। (সূরা আজ-জুমার:৫৩)
রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়। – আল হাদিস
ইফতার-এর আয়োজনে, ভালোবাসা ছড়িয়ে পড়ে। তাই সবার মাঝে ইফতার বিতরণ করুন।
রমজান মাস আমাদের জীবনকে সুশৃঙ্খল ও কল্যাণময় করে তোলে।
আল্লাহ্র রহমতের প্রতি সবসময় আশাবাদী থাকুন।
এই ঈদ হোক আনন্দ ও শান্তির বার্তা নিয়ে। সকল কষ্ট ভুলে গিয়ে প্রাণ খুলে হাসুন, প্রিয়জনদের সঙ্গে কাটান সেরা মুহূর্ত। আল্লাহর রহমত আপনার জীবনে বর্ষিত হোক। ঈদ মোবারক!
রমজানে শুধু খাবার নয়, আসুন মনকেও সংযত রাখি এবং ভালো কাজের দিকে মনোযোগ দেই।
কুরআনের আলোয় আলোকিত হোক জীবন, রহমতের মাসে গুনাহ থেকে মুক্তি পান ।
বিশ্ববাসীর হৃদয় দ্বারে বসন্ত আবির্ভাবের বার্তা নিয়ে আসে বসন্ত সখা কোকিল শীতের জড়তা কাটিয়ে বসন্ত আমাদের নিয়ে যায় এক অপরূপ জগতে, নতুন সাজে সেজে ওঠে আমাদের ধরণী মনে সঞ্চারিত হয় আনন্দ অনাবিল।
সন্তান হলো এমন এক বার্তা যা আমরা সময়ের কাছে প্রেরণ করি, যে সময়টা আমরা দেখতে পাবো না।— জন. এফ. কেনেডি।