#Quote
More Quotes
আল্লাহর আদেশে রোজাদার ব্যাক্তিদের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়।— আল হাদিস
আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার ভয়ে ১ ফোটা চোখের পানি ফেলবে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবো।
আল্লাহর রহমতে পরিপূর্ণ হোক তোমার জীবন,প্রতি মূহূর্তে আসুক সুখ ও শান্তির বার্তা।তোমাকে ও তোমার পরিবারকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা।
পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে, যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ তাআলার শাস্তি কে ভয় করে।
আল্লাহর দিকে মন দাও, দুনিয়া আপনার দিকে আসবে।
যখন কারো ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, তখন আল্লাহ তা’লাহ ফেরেস্তাদের প্রেরণ করেন। যে এসে বলে, “হে ঘরের অধিবাসিরা” তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। (হাদিস ১৩৪৮৪)
আসিতেছে ১টি রাত, নাম তার শবে বরাত, তুলিবো আমরা দু‘হাত, করিবো আমরা মুনাজাত, আল্লাহ করবেন গুনাহ মাফ, তোমাদের রইল দাওয়াত, পালন করবে শবে বরাত I
আমি আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন
যে ব্যাক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত সকল রোজার সাওয়াব দান করবেন
আলহামদুলিল্লাহ বন্ধু আজ থেকে জীবনের নতুন এক অধ্যায় শুরু করলো। দোয়া করি আল্লাহ যেন তোমাদের দাম্পত্য জীবন ভালোবাসা, মায়া-মমতা ও রহমতে ভরিয়ে দেন।