#Quote
More Quotes
রোজা মানুষকে আখেরাত মুখী করে - আল হাদিস
বাকা চাদ, শুভ দিন, রমজানের বাকি আর একদিন, সবাই মিলে শপথ নিন, রোজা রাখবেন ৩০ দিন, নামায পরবেন, প্রতিদিন, সবাই বলুন, আমিন।
যে ব্যক্তি সুরা ইখলাস ১০ বার শেষ করবে, তার জন্য জান্নাতে আল্লাহ্ একটি প্রাসাদ নির্মাণ করবেন।
যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরন করে, সে জান্নাতবাসিনী হবেন । – আল হাদিস
ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবেনা।
রোজার শক্তি, সেহরির পূর্ণতায়, আল্লাহর রহমতে দিনটা কেটে যাক সুন্দরভাবে।
যেই মন তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না সেই মন তোমাকে কি করে কবর হতে জান্নাতে নিবে বল।
তুমি জান্নাত চেয়েও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায় । — হযরত আলী (রাঃ)
যে ব্যাক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত সকল রোজার সাওয়াব দান করবেন
এই দুনিয়াতে স্থায়ী কোন কামিয়াবী নেই, চিরস্থায়ী সফলতা হচ্ছে পরকালের উপহার জান্নাত।