#Quote
More Quotes
যে ব্যক্তি গোপনে অন্যের উপকার করে তার ওপর আল্লাহ তাআলার ক্রোধ কমে যায়। - আল হাদিস
কখনোই বান্দাকে আল্লাহ বঞ্চিত করেন না। হয়তো আপনি যা চান, সেটায় আপনার কল্যাণ নেই, তাই আল্লাহ আপনাকে দেন নাই
আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়। ইবনে সিনা
আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন।
কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে সেই ৭ শ্রেণির লোক, যাদের মধ্যে এক শ্রেণীর লোক এর মন মসজিদের সাথে আটকানো থাকে অর্থাৎ যখনই বের হয়ে যায়, আবার তৎক্ষণাৎ ফিরে আসে।
আমি বিশ্বাস করি, আল্লাহ চাইলে এক সেকেন্ডে ভাগ্য পরিবর্তন করতে পারেন।
প্রতিদিন মুনাজাত করো আল্লাহ তোমার সহায় হবেন।
নিশ্চয়ই আল্লাহ তা'আলা তাঁকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না।
আল্লাহর উপর যারা বিশ্বাস রেখেছে তাদের শেষটা কখনো খারাপ হয়নি।
إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ নিশ্চয়ই আল্লাহ তাঁর ওয়াদা ভঙ্গ করেন না..!! (সূরা আল-ইমরান:৯)