#Quote

আরো একবার ছুঁয়ে দিয়ে গেলাম তোমাকে, বসন্তের মলয় বাতাসে, তোমার স্নিগ্ধ সুবাস রেখে দিলাম হৃদয়ের আবেশে।

Facebook
Twitter
More Quotes
শীত শেষে কুয়াশার মতো হারিয়ে যাব তুমি হয়তো শীত ভুলে বসন্তে মেতে উঠব
প্রিয় তোমায় পেয়ে আমি যেন হয়ে গেলাম মুগ্ধ তোমাকে আমি পেয়ে গেলে হয়ে যাব স্নিগ্ধ।
বসন্ত জানে ভালোবাসার মানে তাই সে নিজেকে রিক্ত করে ভরিয়ে দিয়েছে এ বিশ্ব ভুবন ।
মৃত্যুর মতো এতো স্নিগ্ধ ও মধুর আর কিছু হয়না।
তোমার স্পর্শে ফাগুন আসে, আমার হৃদয়ে বসন্ত ফোটে, বসন্তের রঙে রাঙিয়ে নাও জীবন, ভালোবাসায় ভরিয়ে নাও মন।
বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা- কারা যে ডাকিলো পিছে, বসন্ত এসে গেছে! মধুর আমৃতবাণী, বেলা গেলো সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে।
রঙিন ফুল তুমি, আমি মৌমাছি, তোমার গন্ধে মত্ত হয়ে ঘুরে বেড়াই সারা বসন্ত।
যে আলো সূর্যের সে আলো চাঁদের আলোয় স্নিগ্ধ হয়ে সূর্য কিরণে স্নান করে ঘুম থেকে জেগে উঠো। শুভ সকাল।
এই শীত, এই বাতাস, এই কুয়াশা, এই আকাশ মনের মধ্যে যেন এক অন্যরকম তৃপ্তি এনে দেয়
ফুলের মতো নরম, স্নিগ্ধ তোমার ভালোবাসা আমাকে মোহিত করে।