More Quotes
জানিনা এ কিসের মোহ। জানিনা কিসের অলীক টানে, আয়না হয়ে দাঁড়িয়ে আছি। তোমার চোখের মরূদ্যানে।
কতো হতাশার অন্ধকারেও তোমার বিরহ আমাকে হাতছানি দিয়ে ডাকে। তাই তো তোমার কাছেই বারবার ফিরে আসি।
পরোয়ানা জারি হোক। কথা মুলতুবি। আমিও হারানো নাবিক। ঠোঁট দাও। ডুবি
আশায় থাকি চেয়ে থাকি তোমার পথের পানে, আসবে কবে আমার কাছে ভালোবাসার টানে।
তোর ওই ঠোটের কোনে তিল, আমার বুকের মাঝে ছুড়েছে ঢিল
হঠাৎ’ই ডুবেছি ছাই। তার চুলে বাঁধা ফিতে, আমিও দিতে চাই মন। যদি তুমি চাও নিতে
আজীবন থেকে যাবে। উড়বেনা কোনো কালে যে পাখি ‘ভালো’- বাসা বাঁধে। মনের আড়ালে।
শরতে কাশফুল। আকাশে ভাঙা মেঘ, তোমার দুঠোঁট আজ গোধূলি রাঙাবে
আততায়ী মনের সরোবরে ভাসিয়েছি নাও, চুল খুলে এসো। যদি হৃদয়ে ডুবে যেতে চাও।
যেদিন তুমি আমার হবে প্রেমের বাহুডোরে, সেদিন সব পিপাসার হবে অবসান, খুব আয়োজন করে।