#Quote
More Quotes
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি তো খুব কাছেই আছি..!! (সূরা আল-বাকারা:১৮৬)
অন্য কোন কিছুই একজন বান্দার বেশি প্রয়োজন হয় না, যতটা বেশি প্রয়োজন হয়, তার সঠিক পথের দিকনির্দেশনা। ইমাম ইবনুল কাইয়ুম
জানিনা ভাগ্যে কি লেখা আছে কিন্তু বিশ্বাস করি আল্লাহ্ যা করেন ভালোর জন্যই করেন|
আল্লাহই যথেষ্ট আমার জন্য, তিনিই আমার অভিভাবক।
আল্লাহ তার বান্দাদের উপকার করতে চান, তবে বান্দা যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে, তাহলে আল্লাহ তার জন্য সবকিছু ব্যবস্থা করেন। -(আবু দাউদ)
যে ব্যক্তি রুকু থেকে মাথা উঠিয়ে সামি আল্লাহ হুলিমান হামিদা বলার পর রাব্বানা লাকাল হামদ বলে । মহান আল্লাহপাক ৩০ জন ফেরেশতা দারা তার জন্য সওয়াব লেখার প্রতিযোগিতা করায় ।
নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না! কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না।
দুনিয়াতে ধর্মের পরিবার থাকতে, আল্লাহ্ তায়ালা আমাদের মুসলিম ঘরে পাঠিয়েছেন। তাই আলহামদুলিল্লাহ্ ।
সীমা লংঘন করিও না - করিলে আল্লাহ্ ভালোবাসিবেন না৷
একতরফা প্রত্যাশা আপনাকে মানসিকভাবে ধ্বংস করতে পারে।