#Quote

এই পৃথিবীতে সবাই সুখের অংশীদার হয় না। কিছু মানুষকে দুঃখ বয়ে নিতে হয়।

Facebook
Twitter
More Quotes
আজ নিরব হয়ে আছি কাল হয়তো এই নিরবতা আরো বেড়ে যাবে এই ভাবে নিরবতা বাড়তে বাড়তে একদিন সত্যি সত্যি সবাইকে ফেলেপৃথিবী ছেড়ে চলে যাবো না ফেরার দেশে
এ পৃথিবীতে বেঁচে থাকার জন্য টাকা এর দরকার, আর পরকালে বাঁচার জন্য আমল এর দরকার।
প্রিয় মানুষটিকে নিয়ে একসাথে সময় অতিবাহিত করতে চেয়েছিলাম। অথচ সে আমার এবং তার মাঝখানে দুঃখের লক্ষণ রেখা এঁকে দিয়েছে।‌
এই পৃথিবীতে কেউ চিরস্থায়ীভাবে বসবাস করতে পারে না কারণ এখানে সম্পূর্ণভাবে ক্ষণস্থায়ী বসবাসের জন্য জায়গা।
পৃথিবীতে সব থেকে প্রতারনা মূলক কথা হলো আমি তোমাকে ভালোবাসি।
আপনার অস্ত্র দরকার ? লাউব্রেরিতে চলে যান। পৃথিবীর সেরা অস্ত্রগুলোর কারখানা হলো লাইব্রেরি। — ডক্টর WHO
যে সম্পর্কে কখনো সুখ আসে না সেই সম্পর্ক রাখার চেয়ে না রাখাই উত্তম, এই সম্পর্ক শুধু কষ্ট দিবে কখনো সুখ কিনে দিতে পারবে না।
হাত ধরো, হাত ধরো- আমি তৃতীয় বিশ্বযুদ্ধের পরিবর্তে এনে দেবো তৃতীয় পৃথিবীর শ্রেনীহীন কবিতার ভুবন - রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমি আছি শেষের পথে আর তুমি সূচনায়, শেষের পথে দাঁড়িয়ে ভালোবাসি আমি শুধুই তোমায়।ভালো তোমায় বেসে একদিন যাব আধারে মিলিয়ে, আসব না আর আলোর পৃথিবীতে। তুমি থেকো অনেক সুখে। তুমি সুখে থাকলে আধারে মিলবে আলোর সন্ধান, এটাই হবে তোমার ভালাবাসার প্রতিদান।
জীবনের এই পর্বটাও কেটে যাবে, একটু ধৈর্য ধরো বন্ধু। সুখ যখন থেমে থাকে না, তখন দুঃখের সাহস কোথায়।