#Quote

বসন্তের ফুল দিব তোমায়, দিব কোকিলের গান, গৃষ্মের তাপ দিব তোমায়, দিব ফলের ঘ্রাণ। বর্ষার বৃষ্টি নাও তুমি, নাও মাছের স্বাদ, শরতের সাদা আকাশ হবে তোমার, পাবে হেমন্ত ধানের ভাত। শীতে দিব তোমায় কুয়াশার চাদর, মিষ্টি রোদে পাবে তুমি নতুন ভোর।

Facebook
Twitter
More Quotes
আমি জানিনা কেন জানিনা, কোন সে মায়াতে পরছি বাধা। আমি পারিনা আর তো পারিনা, ভুলে থাকতে তোমায় একা। আমি জানিনা বুঝিনা এটাই কি ভালবাসা?
চাঁদের মতো মুখ তোমার দেখে আমি প্রথমবার, আপন শাখায় ফুল হয়ে তোমায় চায় মন আমার।
আজকের এই দিনগুলো, কাল সৃতি হয়ে যাবে, মনের খাতায় ডাইরীর পাতায় লেখা হয়ে রবে, কালকের এই পাতাগুলো একটু উল্টে দেখ, আবছা সব সৃতির মাঝে, আমায় খুুঁজে পাবে।
রাস্তা-ঘাটে পুকুর পারে অনেক মেয়ে দেখেছি, দেখিনি তোমার মতো, তাই ভালোবেসে ফেলেছি ।
হাজার তারা চাইনা আমি, একটা চাঁদ চাই, হাজার ফুল চাইনা আমি একটা গোলাপ চাই. হাজার জনম চাইনা আমি একটা জনম চাই, সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই।
তোমায় পেলে আমি জোছনা দেখা ছেড়ে দেব, কারণ প্রতি রাতে আমার ঘর আলোকিত করে রাখা চাঁদ দেখার পর আমার আর নতুন করে জোছনা দেখার সাধ জাগবে না!
নামটি তোমার হৃদয়ে গাঁথা, ভালোবাসা দিয়ে তুমি রাতকে জাগাও পাখা।
জীবন আমার ধন্য হলো, তোমায় কাছে পেয়ে, একই সাথে ভেসে যাবো, ভালোবাসার নৌকা বেয়ে
একটি প্রহর যেন মনে হয় 100 টি বছর,,,,, যখন পাই না ওগো আমার ময়না পাখির খবর,
মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে, তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা, সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা।